IPL 2021: করোনা আক্রান্ত নাইট শিবিরের কর্তা কী জানালেন? দেখুন

Last Updated:

আগামী শনিবার পরের ম্যাচ নাইট রাইডার্স দলের। বৃহস্পতিবার অর্থাৎ ৬ মে আবার ক্রিকেটারদের করোনা টেস্ট হওয়ার কথা। মাইসোর জানিয়েছেন আপাতত ৫ দিনের কোয়ারেন্টাইন পর্বে রয়েছেন সকলে

দিল্লির বিরুদ্ধে খেলবে কেকেআর আশাবাদী মাইসোর
দিল্লির বিরুদ্ধে খেলবে কেকেআর আশাবাদী মাইসোর
ক্রিকেটারদের ঘরে বেল বাজিয়ে বাইরে খাবার দিয়ে যাওয়া হচ্ছে। নিয়মিত টেস্ট করা হচ্ছে। নিয়ম অনুযায়ী ম্যাচের ৪৮ ঘন্টা আগে শেষ টেস্ট করতে হয়। সেক্ষেত্রে আগামী শনিবার পরের ম্যাচ নাইট রাইডার্স দলের। বৃহস্পতিবার অর্থাৎ ৬ মে আবার ক্রিকেটারদের করোনা টেস্ট হওয়ার কথা। মাইসোর জানিয়েছেন আপাতত ৫ দিনের কোয়ারেন্টাইন পর্বে রয়েছেন সকলে। দুই আক্রান্ত ক্রিকেটার উন্নতি করছেন। সন্দীপ অনেকটাই সুস্থ। বরুণের গায়ে জ্বর আছে।
advertisement
নমুনা সংগ্রহ করতে আসেন যাঁরা, তাঁরা ক্রিকেটারদের ঘুমোতে যাওয়ার অনেক আগে আসছেন। আবার সকালে কয়েক ঘন্টার মধ্যেই রিপোর্ট দিয়ে যাচ্ছেন। সুতরাং টিম ম্যানেজমেন্টের কাছে যথেষ্ট সময় থাকছে সবকিছু বিচার করে সিদ্ধান্ত নেওয়ার। তাই পজিটিভ রিপোর্ট এলেও সেই ক্রিকেটারকে আলাদা করে রাখার ব্যবস্থা প্রস্তুত রয়েছে। এই অবস্থায় আগামী শনিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচে খেলা সম্ভব হবে শাহরুখ খানের দলের?
advertisement
advertisement
মাইসোর মনে করেন মাঝের কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ। যদি নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা না বাড়ে, তাহলে দিল্লির বিরুদ্ধে শনিবার মাঠে নামা নিয়ে সংশয় নেই। অন্যথা, সবকিছুই সম্ভব। তবে তিনি মনে করেন দলের ডাক্তার এবং মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকার ফলে নতুন করে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম। মাঝে কয়েকদিন ম্যাচ না থাকার ফলে কিছুটা সুবিধা পেয়েছে কেকেআর।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: করোনা আক্রান্ত নাইট শিবিরের কর্তা কী জানালেন? দেখুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement