ভোলবদল মহেন্দ্র সিং ধোনির! আইপিএলের ঠিক আগে মাথা মুড়িয়ে বৌদ্ধ ভিক্ষু

Last Updated:

হায় হায় এ কী হল, কেন হল?

#চেন্নাই:  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) নিজের হেয়ারস্টাইলের জন্য দারুণ বিখ্যাত৷  কেরিয়ারের শুরুর দিনে তিনি লম্বা চুল রাখতেন৷ তবে এরপরে কখনও চুল ছোট, কখনও নেড়া, কখনও মোহিকান করে সকলের নজর কেড়েছেন৷ তবে ঠিক আইপিএলের আগেই যা একেবারে অন্যরকম৷ শুধু চুলে নয় টোটাল গেটআপেই একেবারে হাটকে লুক দিয়েছেন ক্যাপ্টেন কুল৷ আইপিএলের সরকারি সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস  (Star Sports) নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে ধোনির এই নয়া অবতারের ছবি শেয়ার করেছেন৷
সেখানে বৌদ্ধ ভিক্ষুদের মতো লুকে রয়েছেন তিনি৷ তাঁর মস্তক মুণ্ডিত এবং পরণেও সন্ন্যাসীদের পোশাক৷ তিনি একটি জঙ্গলের মধ্যে বসে রয়েছেন৷ ধোনির এই ছবি আসার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গেছে৷  ধোনির এই ছবি ঠিক কিসের সঙ্গে যুক্ত তা নিয়ে এখনও কোনও খোলসা করা হয়নি টিভি চ্যানেলেরপক্ষ থেকে৷ ছবির নিচে মার্শাল আর্টস ট্রেনিং ক্যাম্পের বিষয়ে লেখা রয়েছে৷ দিন কয়েক আগে থেকে ৩৯ বছরের ধোনি চেন্নাই সুপার কিংসের ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন৷ তার মধ্যেই  হঠাৎ আবার এই অবতারের ছবি একেবারে সকলকে চমকে দিয়েছেন৷ ধোনির ফ্যানরা অবশ্য তাঁর এই নয়া লুকে খুশি৷
advertisement
advertisement
এরইমধ্যে ধোনি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ ধোনি নিজেও চাইছেন ফের একবার তাঁর দলকে চ্যাম্পিয়ন করতে৷ দুই দিন আগে সিএসকে -র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে তাঁর শট মারার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়৷
advertisement
আইপিএল ২০২০ তে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স আশানুরূপ হয়নি৷ আইপিএলের ইতিহাসে প্রথমবার তারা প্লে অফের টিকিট পায়নি৷ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত মিলিয়ন ডলার টুর্নামেন্টে বেরঙ ছিল ধোনির ব্যাট, বেরঙ ছিল টিম সিএসকে-র পারফরম্যান্স৷ এই অবস্থায় তাদের সামনে এ মরশুমে নতুন টার্গেট৷ কীভাবে ঘুরে দাঁড়িয়ে ফের চেন্নাইকে সেরা করা যায় তার লক্ষ্যেই প্রস্তুতি সারছে দল৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
ভোলবদল মহেন্দ্র সিং ধোনির! আইপিএলের ঠিক আগে মাথা মুড়িয়ে বৌদ্ধ ভিক্ষু
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement