IPL 2021 : চেন্নাই সুপার কিংসের ওপর বড় ধাক্কা, টুর্নামেন্ট শুরুর আগেই নাম তুলে নিলেন এই ক্রিকেটার

Last Updated:

আইপিএল ২০২১ -র আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে এই তারকা ক্রিকেটারকে ধরে রেখেছিল৷

#নয়াদিল্লি : করোনা কালে একাধিক নতুন শব্দবন্ধ তৈরি হয়েছে যা মানুষের রোজকার জীবনের অঙ্গ হয়ে গেছে৷ তারমধ্যে ক্রীড়া দুনিয়ার সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে যুক্ত বায়ো বাবল (Bio Bubble)৷ এই বায়োবাবলে থাকা খুবই অসুবিধাজনক একাধিক ক্রীড়াবিদ বিভিন্ন সময়ে বলেছেন৷  একের পর এক ক্রিকেট সিরিজ শুরু হওয়ায় ক্রিকেটাররা লাগাতার বায়োবাবলে রয়েছেন৷ এরফলে মানসিক ও শারীরিক পরিস্থিতি একেবারে ভেঙে পড়ছে ক্রিকেটারদের৷ এবার এরই চরম খেসারত দিতে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings)৷
আইপিএল ২০২১ (IPL 2021) -র খেলা শুরু হতে আর হাতে গোনা কয়েকটি দিন এই অবস্থায় আইপিএলে সিএসকে-র হয়ে খেলবেন না জস হেজেলউড৷ অস্ট্রেলিয়ার পেসার আইপিএলের ১৪ তম মরশুম থেকে নাম তুলে নিয়েছেন৷  আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এইবারের আইপিএলের আরও বাড়তি গুরুত্ব রয়েছে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷
জস হেজেলউড নাম তুলে নিলেন এবার আইপিএল থেকে৷ Photo-File জস হেজেলউড নাম তুলে নিলেন এবার আইপিএল থেকে৷ Photo-File
advertisement
advertisement
জস হেজেলউড (Josh Hazlewood)  প্রথম অস্ট্রেলিয়ার ক্রিকেটার নন যিনি এই টি টোয়েন্টি টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন না৷ এর আগে বুধবার মিচেল মার্শ (Mitchell Marsh) -ও নিজের নাম তুলে নিয়েছিলেন৷ মার্শ সানরাইজার্স হায়দরাবাদের অংশ৷ তাঁরা জানিয়েছেন তাঁরা আর এই মুহূর্তে বায়োবাবলে থাকবেন না৷ ঘরে গিয়ে তাঁরা আরাম করে থাকবেন৷
হেজেলউড জানিয়েছেন , ‘‘আলাদা আলাদা সময়ে গত ১০ মাস ধরে বিভিন্ন বায়ো বাবলে আছি, কোয়ারেন্টাইনে আছি, এই জন্য আমি ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ সামনের কিছু সময় আমি বাড়ির লোকের সঙ্গে কাটাতে চাই৷ আমি আগামী ২ মাস অস্ট্রেলিয়াতে থাকতে চাই৷ ’’
advertisement
তিনি আরও জানিয়েছেন ,‘‘সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, অ্যাশেজ রয়েছে ফলে ১২ মাসে লম্বা ক্রিকেট সিজন,এটা অস্ট্রেলিয়ার সঙ্গে সবসময় হয়৷ আমি মানসিক ও শারীরিক ভাবে নিজেকে সুস্থ রাখার জন্য পরিবারের সময় থাকতে চাই৷ ’’
আইপিএল ২০২১ -র আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে হেজেলউডকে রিটেন করেছিল৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021 : চেন্নাই সুপার কিংসের ওপর বড় ধাক্কা, টুর্নামেন্ট শুরুর আগেই নাম তুলে নিলেন এই ক্রিকেটার
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement