IPL 2021 : চেন্নাই সুপার কিংসের ওপর বড় ধাক্কা, টুর্নামেন্ট শুরুর আগেই নাম তুলে নিলেন এই ক্রিকেটার

Last Updated:

আইপিএল ২০২১ -র আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে এই তারকা ক্রিকেটারকে ধরে রেখেছিল৷

#নয়াদিল্লি : করোনা কালে একাধিক নতুন শব্দবন্ধ তৈরি হয়েছে যা মানুষের রোজকার জীবনের অঙ্গ হয়ে গেছে৷ তারমধ্যে ক্রীড়া দুনিয়ার সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে যুক্ত বায়ো বাবল (Bio Bubble)৷ এই বায়োবাবলে থাকা খুবই অসুবিধাজনক একাধিক ক্রীড়াবিদ বিভিন্ন সময়ে বলেছেন৷  একের পর এক ক্রিকেট সিরিজ শুরু হওয়ায় ক্রিকেটাররা লাগাতার বায়োবাবলে রয়েছেন৷ এরফলে মানসিক ও শারীরিক পরিস্থিতি একেবারে ভেঙে পড়ছে ক্রিকেটারদের৷ এবার এরই চরম খেসারত দিতে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings)৷
আইপিএল ২০২১ (IPL 2021) -র খেলা শুরু হতে আর হাতে গোনা কয়েকটি দিন এই অবস্থায় আইপিএলে সিএসকে-র হয়ে খেলবেন না জস হেজেলউড৷ অস্ট্রেলিয়ার পেসার আইপিএলের ১৪ তম মরশুম থেকে নাম তুলে নিয়েছেন৷  আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এইবারের আইপিএলের আরও বাড়তি গুরুত্ব রয়েছে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷
জস হেজেলউড নাম তুলে নিলেন এবার আইপিএল থেকে৷ Photo-File জস হেজেলউড নাম তুলে নিলেন এবার আইপিএল থেকে৷ Photo-File
advertisement
advertisement
জস হেজেলউড (Josh Hazlewood)  প্রথম অস্ট্রেলিয়ার ক্রিকেটার নন যিনি এই টি টোয়েন্টি টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন না৷ এর আগে বুধবার মিচেল মার্শ (Mitchell Marsh) -ও নিজের নাম তুলে নিয়েছিলেন৷ মার্শ সানরাইজার্স হায়দরাবাদের অংশ৷ তাঁরা জানিয়েছেন তাঁরা আর এই মুহূর্তে বায়োবাবলে থাকবেন না৷ ঘরে গিয়ে তাঁরা আরাম করে থাকবেন৷
হেজেলউড জানিয়েছেন , ‘‘আলাদা আলাদা সময়ে গত ১০ মাস ধরে বিভিন্ন বায়ো বাবলে আছি, কোয়ারেন্টাইনে আছি, এই জন্য আমি ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ সামনের কিছু সময় আমি বাড়ির লোকের সঙ্গে কাটাতে চাই৷ আমি আগামী ২ মাস অস্ট্রেলিয়াতে থাকতে চাই৷ ’’
advertisement
তিনি আরও জানিয়েছেন ,‘‘সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, অ্যাশেজ রয়েছে ফলে ১২ মাসে লম্বা ক্রিকেট সিজন,এটা অস্ট্রেলিয়ার সঙ্গে সবসময় হয়৷ আমি মানসিক ও শারীরিক ভাবে নিজেকে সুস্থ রাখার জন্য পরিবারের সময় থাকতে চাই৷ ’’
আইপিএল ২০২১ -র আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে হেজেলউডকে রিটেন করেছিল৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021 : চেন্নাই সুপার কিংসের ওপর বড় ধাক্কা, টুর্নামেন্ট শুরুর আগেই নাম তুলে নিলেন এই ক্রিকেটার
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement