IPL Auction 2021 Live Updates: হাতে সবথেকে কম টাকা, নিলামে কী চমক দেবে কেকেআর?

Last Updated:

গত মরশুমে আইপিএলে সুপার ফ্লপ ,তবুও ম্যাক্সওয়েলে নজর অনেকের৷

#চেন্নাই:  ২০২০-এর আইপিএলে সমর্থকদের প্রত্য়াশা পূরণ করা যায়নি৷ তা সত্ত্বেও গত বছরের দলেই আস্থা রাখছে কলকাতা নাইট রাইডার্স৷ নামী কোনও তারকাকেই প্রায় ছাড়া হয়নি৷ নিলামের আগে দলের সিইও বেঙ্কি মাইসোরও জানিয়ে দিয়েছেন, গত বছরের দল নিয়ে তাঁরা যথেষ্ট খুশি৷ এই দলেই আস্থা রাখছেন তাঁরা৷ ফলে নিলাম নিয়ে খুব বেশি খেলোয়াড় কেনার পরিকল্পনা নেই তাঁদের৷
নিলামে সবথেকে কম টাকা থাকছে কেকেআর-এর হাতেই৷ তাদের হাতে রয়েছে ১০.৭৫ কোটি টাকা৷ গত বছরের দল থেকে মাত্র পাঁচ জন খেসোয়াড়কে ছেড়েছে কেকেআর৷ সবথেকে বেশি টাকা রয়েছে পঞ্জাব কিংসের হাতে, ৫৩.২০ কোটি টাকা৷
বাংলা খবর/ খবর/IPL/
IPL Auction 2021 Live Updates: হাতে সবথেকে কম টাকা, নিলামে কী চমক দেবে কেকেআর?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement