IPL Auction 2021: আইপিএলের দামীতম প্লেয়ার হলেন ক্রিস মরিস, বিক্রি হলেন ১৬.২৫ কোটিতে

Last Updated:

কাঁপিয়ে দিলেন সব পরিসংখ্যান, আইপিএলে এখন দামীতম প্রোটিয়া ক্রিকেটার৷

#চেন্নাই:  দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছিল ১০ কোটি টাকা দিয়ে৷ আর এবারে তাঁকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনে আইপিএলের সমস্ত রেকর্ড ভেঙেচুরে দিল৷ গত আইপিএলের পরে একটিও ম্যাচ না খেলে এই দর পেলেন তিনি৷
গত মরশুমে ৯ টি ম্যাচ খেলে ৩৪ রান করেছিলেন নিয়েছিলেন ১২ টি উইকেট৷ তাঁর ফিটনেস নিয়ে অনেক সময়েই সমস্যা হয়, তাই সেটা একটা চিন্তার বিষয় হতে পারে৷
কিন্তু ়যখন তাঁকে নিয়ে দড়ি টানাটানি হচ্ছিল তখন মোটেই এসব কথা মনে হয়নি৷ প্রোটিয়া এই অলরাউন্ডারের জন্য ঝাঁপিয়ে ছিল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস৷
advertisement
advertisement
এর আগের দামীতমরা ছিলেন
১) যুবরাজ সিং (Yuvraj Singh), ১৬ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস (Delhi Daredevils), সাল ২০১৫
২০১৫ সালে সকলকে চমকে দিয়ে দিল্লি ডেয়ারডেভিলস (অধুনা দিল্লি ক্যাপিটালস)৷ ১৬ কোটি টাকায় তারা দলে নিয়েছিল ভারতীয় দলের জোড়া বিশ্বকাপ জয়ী স্টার অলরাউন্ডার যুবরাজ সিংকে৷ কিন্তু যুবরাজের পারফরম্যান্স আর দামের মধ্যে ছিল জমিন-আসমানের ফারাক৷ সেবার ১৪ ম্যাচে মাত্র ১৯.০৭-এর গড়ে যুবি ২৪৮ রান করেছিলেন ১১৮.০৯-এর স্ট্রাইক রেটে৷ ফিফটি ছিল দু'টি৷
advertisement
২) প্যাট কামিন্স (Pat Cummins), ১৫.৫ কোটি, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), সাল ২০২০
গতবছর বিশ্ব কাঁপানো অজি ফাস্টবোলার প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় দলে নেয় কেকেআর (KKR)৷ তিনিই এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার৷ ব্রিটিশ স্টার বেন স্টোকসকে ছাপিয়ে যান তিনি৷ ৩) বেন স্টোকস (Ben Stokes), ১৪.৫ কোটি, রাইজিং পুনে সুপারজায়েন্ট (Rising Pune Supergiant), সাল ২০১৭
advertisement
৩) বেন স্টোকস 
প্যাট কামিন্সের আগে বেন স্টোকসই ছিলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার৷ রাইজিং পুনে সুপারজায়েন্ট তাঁকে সাড়ে ১৪ কোটি টাকায় দলে নেয়৷ স্টোকস ইতিমধ্যেই ব্যাটে-বলে অসাধারণ সব পারফরম্যান্সে নিজের আলাদা নাম করে নিয়েছেন বাইশ গজে৷ এই মুহূর্তে তিনে বিশ্বের সেরা অলরাউন্ডার৷
৪) যুবরাজ সিং (Yuvraj Singh), ১৪ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), সাল ২০১৪
২০০৭ টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের স্টার ছিলেন যুবরাজ৷ ফলে বিরাট কোহলির টিম তাঁকে এই দামে নিতে দু'বার ভাবেনি৷ ২০১৪ সালে যুবিই ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার৷
advertisement
৫) বেন স্টোকস (Ben Stokes), ১২.৫ কোটি, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), সাল ২০১৮ যুবরাজের মতোই স্টোকসও আইপিএলের নিলামে দ্বিতীয় সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে যান৷ দু'বছর আগে রাজস্থান তাঁকে সাড়ে ১২ কোটি টাকায় নিয়ে কোনও ভুলই করেনি৷ স্টোকস ততদিনে নিজের নাম করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৬) দীনেশ কার্তিক (Dinesh Karthik), ১২.৫ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস (Delhi Daredevils), সাল ২০১৪
২০১৩ মরসুমে দীনেশ ১৯ ম্যাচে ৫১০ রান করেছিলেন৷ পরের মরসুমে দীনেশকে নেওয়ার জন্য অনেকেই ঝাঁপায়৷ কিন্তু অবশেষে দিল্লি ডেয়ারডেভিলস তাঁকে সাড়ে ১২ কোটি টাকায় দলে নেয়৷ ৭) জয়দেব উনাদকাট (Jaydev Unadkat), সাড়ে ১১ কোটি, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), সাল ২০১৪
advertisement
২০১৭ মরসুমে জয়দেব উনাদকাট আগুন জ্বালিয়েছিলেন আইপিএলে৷ ১২ ম্যাচে ২৪ উইকেট তুলে নেন ১৩.৪১-এর গড়ে৷ তাঁর স্ট্রাইক রেট ছিল ১১.৪৫৷ অদ্ভুত ভাবে ওভার পিছু ৭.০২ করে রানে বেঁধে রেখেছিলেন! ২০১৮ সালের নিলামে উনাদকাটকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল৷ অবশেষে রাজস্থান তাঁকে দলে নিতে সক্ষম হয়৷
৮) গৌতম গম্ভীর (Gautam Gambhir), ১১.৪ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), সাল ২০১১
এই মরসুমে গম্ভীরকে দলের সঞ্চালকের ভূমিকায় পাওয়া গিয়েছিল৷ ১৫ ম্যাচে ৩৭৮ রান করেছিলেন তিনি৷
advertisement
৯) কেএল রাহুল (KL Rahul), ১১ কোটি টাকা, কিংস ইলেভেন পঞ্জাব (Kings XI Punjab), সাল ২০১৮
সেবার প্রীতি জিন্টার মুখে চওড়া হাসি ফুটিয়ে ছিলেন রাহুল৷ দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন রাহুল (১৪ ম্যাচে ৬৫৯ রান করেন ১৫৮.৪১ স্ট্রাইক রেটে)৷ এতটাই ধারাবাহিক ছিলেন তিনি যে, ৬টি অর্ধ-শতরানও করেন৷ দুরন্ত স্ট্রাইক রেট সঙ্গে বড় রান করার ক্ষমতা, রাহুলকে আরও ভয়ঙ্কর করে তোলে৷
১০) গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ১০,৭৫ কোটি, কিংস ইলেভেন পঞ্জাব (Kings XI Punjab), সাল ২০২০
অত্যন্ত হতশ্রী পারফরম্যান্স ছিল গ্লেন ম্যাক্সওয়েলের৷ ১৩ ম্যাচে মাত্র ১০৮ রান করেন তিনি৷ স্ট্রাইক রেট ছিল ১০১.৮৮৷ এমনকী একটা ছয় পর্যন্ত মারেননি গোটা মরসুমে৷
বাংলা খবর/ খবর/IPL/
IPL Auction 2021: আইপিএলের দামীতম প্লেয়ার হলেন ক্রিস মরিস, বিক্রি হলেন ১৬.২৫ কোটিতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement