IPL 2022: আরও ধণী হবে বিসিসিআই! আইপিএলে নতুন দুই দল এলে ৫০০০ কোটি পাবে বোর্ড

Last Updated:

নতুন দলগুলির বেস সিটি হওয়ার দৌড়ে আহমেদাবাদ, লখনউ, পুণে শামিল রয়েছে৷

#মুম্বই: বিসিসিআই (BCCI) মিলিয়ন ডলার টুর্নামেন্ট আইপিএলের  (IPL) হাত ধরে আরও মালামাল হতে চলেছে৷ আগামি মরশুমে অর্থাৎ আইপিএল ২০২২ (IPL 2022) -এ আটটি-র বদলে ১০ টি দল খেলবে৷ বোর্ড একটি দলের বেসপ্রাইস প্রায় ২ হাজার কোটি টাকা রেখেছে৷ আগামী মরশুমে ম্যাচের সংখ্যা ৬০ থেকে বেড়ে ৭৪ হতে চলেছে৷ বর্তমান মরশুমের বাকি ৩১ টি ম্যাচ ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে হবে৷
আইপিএল গর্ভনিং কাউন্সিল নিজেদের সাম্প্রতিক বৈঠকে এই প্রক্রিয়াকে পুরো করে ফেলেছে৷ বিসিসিআই -র নাম প্রকাশের গোপনীয়তা রাখা সূত্র সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘‘যে কেউ নিজের কোম্পানির ৭৫ কোটি টাকার দস্তাবেজ জমা রেখে কিনতে পারে৷ প্রথম ২ টি নতুন দলের বেস প্রাইস ১৭০০ কোটি টাকা রাখার ভাবনা রাখা হয়েছিল, কিন্তু এখন সেটা ২০০০ কোটি টাকা করার ভাবনা নেওয়া হয়েছে৷ ’’
advertisement
আইপিএলে অর্থনৈতিক পক্ষে বিসিসিআই অন্তত ৫০০০ কোটি টাকা হয়েছে৷ সামনের মরশুমে ৭৪ টি ম্যাচ হবে৷
advertisement
নিলাম প্রক্রিয়ার বিশেষ নিয়ম - প্রতি বছর ৩০০০ কোটি টাকার বেশি টার্ন ওভার  আছে এমন কোম্পানিকে এই নিলামে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে৷  এদিকে সূত্রের আরও দাবি তাঁর মতে তিনটির বেশি কোম্পানিকে নিলামে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না৷ তবে যদি তিনটি কোম্পানি একসঙ্গে একটি দলের জন্য নিলামে অংশ নেয় তাহলে কোনও অসুবিধা নেই৷
advertisement
নতুন দলগুলির বেস সিটি হওয়ার দৌড়ে আহমেদাবাদ, লখনউ, পুণে শামিল রয়েছে৷ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম , লখনউয়ের ইকানা স্টেডিয়াম ফ্রাঞ্চাইজিদের পছন্দ কারণ এগুলিতে দর্শকাসন বেশি৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2022: আরও ধণী হবে বিসিসিআই! আইপিএলে নতুন দুই দল এলে ৫০০০ কোটি পাবে বোর্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement