IPL 2021: আম্পায়ারিং নিয়ে BCCI-র অবস্থান বদল, ভোল পালটাতে চলছে

Last Updated:

IPL 2021 -র ম্যাচে দুটি বড় সিদ্ধান্তে বদল৷

#মুম্বই: বিসিসিআই  (BCCI) নিজের বিবাদপূর্ণ সফ্ট সিগন্যাল  (Soft Signal) নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে দিল৷ আইপিএল (IPL 2021) -র এই ংরশুমে এই নিয়ম সরিয়ে দেওয়া হয়েছে৷ এছাড়াও তৃতীয় আম্পায়র মাঠে উপস্থিত আম্পায়রের সিদ্ধান্ত নো বল এবং শর্ট রান নিয়ে সিদ্ধান্ত বদল করতে পারবেন৷ আইপিএল গর্ভনিং কাউন্সিল -র বৈঠকে সমস্ত ফ্রাঞ্চাইজিদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে৷
Sportstar -র খবর অনুযায়ি প্রথমে এই ধরণের কোনও সিদ্ধান্ত নিতে হলে যখন মাঠের আম্পায়র তৃতীয় আম্পায়ারের কাছে কোনও সিদ্ধান্তের জন্য যেতেন তখন তাঁকে সফট সিগন্যালের অধীনে নিজের নির্ণয় দিতে হত৷ অর্থাৎ সেই ক্রিকেটারকে আউট বা নটআউট দিতে হত৷ এর জন্য মাঠে উপস্থিত আম্পায়রের সিদ্ধান্ত বদলাতে হলে তাঁকে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হত৷ আর তা না থাকলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকত৷ কিন্তু আইপিএলের এবারের মরশুমে এই সিদ্ধান্ত মানা হবে না ৷ সফট সিগন্যালের অস্তিত্বই থাকবে না৷ তৃতীয় আম্পায়র রিপ্লে দেখে নিজেই এই সিদ্ধান্ত নিতে পারবে৷
advertisement
ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি টোয়েন্টিতে সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দরের আউট নিয়ে সফট সিগন্যাল ওপর প্রশ্ন চিহ্ন লাগে৷ অধিনায়ক বিরাট কোহলি এই নিয়ে নিজের অখুশি ভাব লুকিয়ে রাখেননি৷ নিয়ম যাঁরা বানিয়েছেন তাঁদের এই বিষয়ে ভাবনাচিন্তা করার পরামর্শ দেন৷ এছাড়া আম্পায়ার্স কল নিয়েও বিতর্ক জারি রয়েছে৷ শুক্রবার আইসিসি-র বোর্ড বৈঠকে বিসিসিআই সচিব জয় শাহ এবং অন্য সদস্যরা বলে সফট সিগন্যাল বদলানো জরুরি৷
advertisement
advertisement
ম্যাচের মধ্যে শর্ট রান নিয়ে মাঠে উপস্থিত আম্পায়রই সিদ্ধান্ত নেন৷ কিন্তু যদি তৃতীয় আম্পায়রের মনে হয় সিদ্ধান্ত ভুল হয়েছে তাহলে এখন থেকে তিনি সিদ্ধান্ত বদলাতে পারবেন৷ এছাড়া তৃতীয় আম্পায়র যদি দেখেন নো বলের সিদ্ধান্ত ভুল রয়েছে তাহলে সেটা বদলানোর অধিকারও রিপ্লে দেখে তাঁর থাকবে৷
এছাড়াও ২০ ওভারের খেলা আগে ৯০ মিনিটের আগে শেষ করতে হত৷ এখন থেকে সেটা ৯০ মিনিটে শেষ করতে হবে৷ কখনও কখনও ম্যাচ ৪ ঘণ্টার বেশি সময় ধরে চলে৷ দল ২০ ওভার বল করতে বেশি সময় নিত৷ তাহলে তাঁদের ওপর জরিমানা ধার্য করা হবে৷ .
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: আম্পায়ারিং নিয়ে BCCI-র অবস্থান বদল, ভোল পালটাতে চলছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement