IPL 2021: করোনার দাপটে মুম্বই থেকে সরতে পারে টুর্নামেন্ট! বিকল্প ভেন্যু কোনগুলি?

Last Updated:

মুম্বইকে আইপিএল (IPL 2021) আয়োজনের 'সেন্ট্রাল হাব' হিসেবে ধরেছে বিসিসিআই (BCCI)৷ কিন্তু করোনার দাপটে বোর্ড মুম্বই থেকে আইপিএল সরিয়ে মহারাষ্ট্রের বাইরে করার কথা ভাবছে৷

#মুম্বই: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আরব সাগরের তীরবর্তী শহর মুম্বইয়ে৷ গত তিন মাসের তুলনায় ফেব্রুয়ারিতে সর্বাধিক দৈনিক কেসের রিপোর্ট সেখানে৷ আর এই মুম্বইকে আইপিএল (IPL 2021) আয়োজনের 'সেন্ট্রাল হাব' হিসেবে ধরেছে বিসিসিআই (BCCI)৷ কিন্তু করোনার দাপটে বোর্ড মুম্বই থেকে আইপিএল সরিয়ে মহারাষ্ট্রের বাইরে করার কথা ভাবছে৷ এমনটাই রিপোর্ট ইএসপিএনক্রিকইনফো-র৷
মুম্বই থেকে আইপিএল সরানোর বিষয় এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ মনে করা হচ্ছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কলকাতা, আহমেদাবাদ এবং দিল্লিকে ইতিমধ্যেই চূড়ান্ত ভেন্যু হিসাবে ধার্য করা হয়েছে৷ চোদ্দদশ আইপিএলের দিন ক্ষণও ঠিক করা হয়ে গিয়েছে৷ ঘোষণা শুধু সময়ের অপেক্ষা৷ ৮-১২ এপ্রিলের মধ্যেই শুরু হতে পারে আইপিএল৷ টুর্নামেন্টের অধিকাংশটাই মুম্বইতে হওয়ার কথা রয়েছে৷ কিছু ম্যাচ হবে পুনেতে ও নকআউট পর্যায়ের খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে৷
advertisement
বিসিসিআই-এর নির্বাচিত ভেন্যুর মধ্যে পঞ্জাব নেই৷ ঘরের মাঠে খেলার সুযোগ থেকে পঞ্জাব কিংস (Punjab Kings) কেন বঞ্চিত হবে? এই মর্মেই প্রশ্ন তুলেছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি৷ বোর্ডের সিদ্ধান্তে সহমত নয় তাঁরা৷ বোর্ডের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠিও চেয়েছে পঞ্জাব৷ নেস ওয়াদিয়া দ্য টাইম অফ ইন্ডিয়াকে জানিয়েছে, "আমরা বিসিসিআই-এর থেকে জানতে চেয়েছি, কেন আমাদের বাদ দেওয়া হয়েছে৷ আমরা এই প্রক্রিয়ায় আরও স্বচ্ছতার দাবি জানাচ্ছি৷"
advertisement
advertisement
অন্যদিকে ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ফাঁকা মাঠে হবে বলেই জানা যাচ্ছে৷ ক্রিকেট নেক্সট এক্সক্লুসিভ খবর অনুযায়ী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে খালি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করার অনুমতি দিয়েছেন৷ গত কয়েকদিনে পুনেতে করোনার কেস ক্রমশই বাড়ছে৷ এর কারণে আশঙ্কা ছিল সিরিজের ভেন্যু বদল হতে পারে৷ কিন্তু এরকমটা হচ্ছে না৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: করোনার দাপটে মুম্বই থেকে সরতে পারে টুর্নামেন্ট! বিকল্প ভেন্যু কোনগুলি?
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement