IPL 2021: করোনার দাপটে মুম্বই থেকে সরতে পারে টুর্নামেন্ট! বিকল্প ভেন্যু কোনগুলি?
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
মুম্বইকে আইপিএল (IPL 2021) আয়োজনের 'সেন্ট্রাল হাব' হিসেবে ধরেছে বিসিসিআই (BCCI)৷ কিন্তু করোনার দাপটে বোর্ড মুম্বই থেকে আইপিএল সরিয়ে মহারাষ্ট্রের বাইরে করার কথা ভাবছে৷
#মুম্বই: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আরব সাগরের তীরবর্তী শহর মুম্বইয়ে৷ গত তিন মাসের তুলনায় ফেব্রুয়ারিতে সর্বাধিক দৈনিক কেসের রিপোর্ট সেখানে৷ আর এই মুম্বইকে আইপিএল (IPL 2021) আয়োজনের 'সেন্ট্রাল হাব' হিসেবে ধরেছে বিসিসিআই (BCCI)৷ কিন্তু করোনার দাপটে বোর্ড মুম্বই থেকে আইপিএল সরিয়ে মহারাষ্ট্রের বাইরে করার কথা ভাবছে৷ এমনটাই রিপোর্ট ইএসপিএনক্রিকইনফো-র৷
মুম্বই থেকে আইপিএল সরানোর বিষয় এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ মনে করা হচ্ছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কলকাতা, আহমেদাবাদ এবং দিল্লিকে ইতিমধ্যেই চূড়ান্ত ভেন্যু হিসাবে ধার্য করা হয়েছে৷ চোদ্দদশ আইপিএলের দিন ক্ষণও ঠিক করা হয়ে গিয়েছে৷ ঘোষণা শুধু সময়ের অপেক্ষা৷ ৮-১২ এপ্রিলের মধ্যেই শুরু হতে পারে আইপিএল৷ টুর্নামেন্টের অধিকাংশটাই মুম্বইতে হওয়ার কথা রয়েছে৷ কিছু ম্যাচ হবে পুনেতে ও নকআউট পর্যায়ের খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে৷
advertisement
বিসিসিআই-এর নির্বাচিত ভেন্যুর মধ্যে পঞ্জাব নেই৷ ঘরের মাঠে খেলার সুযোগ থেকে পঞ্জাব কিংস (Punjab Kings) কেন বঞ্চিত হবে? এই মর্মেই প্রশ্ন তুলেছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি৷ বোর্ডের সিদ্ধান্তে সহমত নয় তাঁরা৷ বোর্ডের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠিও চেয়েছে পঞ্জাব৷ নেস ওয়াদিয়া দ্য টাইম অফ ইন্ডিয়াকে জানিয়েছে, "আমরা বিসিসিআই-এর থেকে জানতে চেয়েছি, কেন আমাদের বাদ দেওয়া হয়েছে৷ আমরা এই প্রক্রিয়ায় আরও স্বচ্ছতার দাবি জানাচ্ছি৷"
advertisement
advertisement
অন্যদিকে ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ফাঁকা মাঠে হবে বলেই জানা যাচ্ছে৷ ক্রিকেট নেক্সট এক্সক্লুসিভ খবর অনুযায়ী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে খালি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করার অনুমতি দিয়েছেন৷ গত কয়েকদিনে পুনেতে করোনার কেস ক্রমশই বাড়ছে৷ এর কারণে আশঙ্কা ছিল সিরিজের ভেন্যু বদল হতে পারে৷ কিন্তু এরকমটা হচ্ছে না৷
view commentsLocation :
First Published :
March 02, 2021 12:36 PM IST

