IPL 2021: তৈরি আছে ওয়ার্নারের অরেঞ্জ আর্মি! কারা রয়েছেন এবারের দলে?

Last Updated:

এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক টিম হায়দরাবাদ৷ ২০১৬-র চ্যাম্পিয়নরা গত সাত মরসুমে তিনবার প্লে-অফ খেলেছে৷ বোঝাই যাচ্ছে বায়োডেটা জমকালো৷

#হায়দরাবাদ: আগামী ১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে চোদ্দদশ আইপিএল অভিযান শুরু করছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)৷ চেন্নাইয়ে ডেভিড ওয়ার্নারদের (David Warner) প্রথম ম্যাচ৷ এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক টিম হায়দরাবাদ৷ ২০১৬-র চ্যাম্পিয়নরা গত সাত মরসুমে তিনবার প্লে-অফ খেলেছে৷ বোঝাই যাচ্ছে বায়োডেটা জমকালো৷ গতবার দুবাইয়ে তিনে শেষ করা ওয়ার্নার অ্যান্ড কোং কি ফের একবার ট্রফি ঘরে তুলতে পারবে?
advertisement
দেখে নেওয়া যাক হায়দরবাদের পুরো দল (Sunrisers Hyderabad’s Full Squad For IPL 2021):
ডেভিড ওয়ার্নার, ক্যাপ্টেন (David Warner), কেন উইলিয়ামসন (Kane Williamson), মণীশ পাণ্ডে (Manish Pandey), জনি বেয়ারস্টো, (Jonny Bairstow), ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), শ্রীবৎস গোস্বামী (Shreevats Goswami), রশিদ খান (Rashid Khan), বিজয় শঙ্কর (Vijay Shankar), মহম্মদ নবি (Mohammad Nabi), অভিষেক শর্মা (Abhishek Sharma), ভুবনেশ্বর কুমার (Bhubaneswar Kumar), সিদ্ধার্থ কাউল (Siddharth Kaul), খালিল আহমেদ (Khaleel Ahmed), টি নটরাজন (T. Natarajan), বাসিল থাম্পি (Basil Thampi), সন্দীপ শর্মা (Sandeep Sharma), শাহবাজ নাদিম (Shahbaz Nadeem), আব্দুল সামাদ (Abdul Samad), মুজিবুর রহমান (Mujeeb Ur Rahman), বিরাট সিং ( Virat Singh), প্রিয়ম গর্গ (Priyam Garg), মিচেল মার্শ (Mitchell Marsh), জেসন হোল্ডার (Jason Holder), কেদার যাদব (Kedar Jadhav) ও জগদীশা সুচিথ (Jagadeesha Suchith)
advertisement
যে টিম হায়দরাবাদ বানিয়েছে, তাতে করে নিঃসন্দেহে বলা যায় যে দলে ভারসাম্য আছে৷ ব্যাটিং-বোলিং ইউনিটে দেশ-বিদেশের দুর্দান্ত সব প্লেয়ার৷ পাশাপাশি রিজার্ভ বেঞ্চও বেশ মজবুত৷
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: তৈরি আছে ওয়ার্নারের অরেঞ্জ আর্মি! কারা রয়েছেন এবারের দলে?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement