IPL 2021: তিনি আর অধিনায়ক নন, পন্থ অধিনায়ক হওয়ায় যা বললেন শ্রেয়স আইয়ার

Last Updated:

ঋষভ পন্থের হাতে এ মরশুমে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়কত্বের ব্যাটন৷ তাবড় সিনিয়রদের পিছনে ফেলে তিনি পেলেন এই দারুণ সুযোগ৷

#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের তরুণ উইকেটরক্ষক ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) -র ক্রিকেট দুনিয়ায় দারুণ সফর শুরু হয়েছে৷ তাঁকে এ মরশুমের জন্য দিল্লির অধিনায়ক নির্বাচিত করা হয়েছে৷ তিনি এ মরশুমে দিল্লি ক্যাপিটাল্সের (Delhi Capitals) অধিনায়কত্বের ব্যাটন সামলাবেন৷ আসলে দিল্লির নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)৷  কিন্তু এখন তাঁর কাঁধের চোট রয়েছে৷ এই অবস্থায় দিল্লির অধিনায়কের বড় দায়িত্ব থাকবে তরুণ ঋষভ পন্থের কাঁধে৷ শ্রেয়স আইয়ার এই অধিনায়ক বদলের ঘটনায় নিজের মত জাহির করেছেন৷ তিনি জানিয়েছেন তরুণ এই ক্রিকেটার এই দায়িত্বের জন্য সেরা৷
শ্রেয়স আইয়ার চোট পাওয়ায় দিল্লির অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনা চলছিল৷ নাম ছিল রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে ও স্টিভ স্মিথের৷  কিন্তু এঁদের সকলকে টেক্কা দিয়ে অধিনায়ক হলেনপন্থ৷ অধিনায়ক হওয়ার পর পন্থ জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হল৷ তিনি আরও জানিয়েছেন তিনি সবসময়েই এই দলের অধিনায়কত্ব করতে চেয়েছেন৷
শ্রেয়স আইয়ার জানিয়েছেন, ‘‘ যখন আমি কাঁধের চোট নিয়ে লড়াই করছি, তখন আইপিএলের এই মরশুমের জন্য একজন অধিনায়ক প্রয়োজন৷ আমার কোনও সন্দেহ নেই ঋষভ পন্থ এই পোস্টের জন্য সেরা হবেন৷ আমাদের পুরো দুরন্ত দলের সঙ্গে বিভিন্ন অদ্ভুত জিনিস করার জন্য ওঁকে শুভকামনা৷ আমি খুব খারাপ ভাবে দলকে মিস করব৷ আর পুরো টুর্নামেন্ট দলকে চিয়ার করব৷ ’’
advertisement
advertisement
দিল্লি ক্যাপিটাল্স শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে দারুণ সফর করেছে৷ প্লে অফে প্রথমবার পৌঁছেছে পাশাপাশি ফাইনালেও খেলেছে৷ এই মিডল অর্ডার ব্যাটসম্যানের নেতৃত্বে পারফরম্যান্স দারুণ ছিল৷ তাই তাঁকে বাদ দিয়ে দলকে নেতৃত্ব দেওয়া বড় চ্যালেঞ্জ হবে পন্থের৷ শ্রেয়স আইয়ারের বদলি খোঁজা কোনও সহজ কাজ হবে না৷
শ্রেয়স আইয়ারের কাঁধে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সময় চোট পান৷ ২৬ বছরের এই ক্রিকেটারের অস্ত্রোপচার হবে ৮ এপ্রিল৷ তাঁর কাঁধ ডিসলোকেট হয়ে গেছে৷ সার্জারির পর ৫মাস অবধি তাঁকে রিহ্যাবে থাকতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: তিনি আর অধিনায়ক নন, পন্থ অধিনায়ক হওয়ায় যা বললেন শ্রেয়স আইয়ার
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement