IPL 2021: তিনি আর অধিনায়ক নন, পন্থ অধিনায়ক হওয়ায় যা বললেন শ্রেয়স আইয়ার

Last Updated:

ঋষভ পন্থের হাতে এ মরশুমে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়কত্বের ব্যাটন৷ তাবড় সিনিয়রদের পিছনে ফেলে তিনি পেলেন এই দারুণ সুযোগ৷

#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের তরুণ উইকেটরক্ষক ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) -র ক্রিকেট দুনিয়ায় দারুণ সফর শুরু হয়েছে৷ তাঁকে এ মরশুমের জন্য দিল্লির অধিনায়ক নির্বাচিত করা হয়েছে৷ তিনি এ মরশুমে দিল্লি ক্যাপিটাল্সের (Delhi Capitals) অধিনায়কত্বের ব্যাটন সামলাবেন৷ আসলে দিল্লির নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)৷  কিন্তু এখন তাঁর কাঁধের চোট রয়েছে৷ এই অবস্থায় দিল্লির অধিনায়কের বড় দায়িত্ব থাকবে তরুণ ঋষভ পন্থের কাঁধে৷ শ্রেয়স আইয়ার এই অধিনায়ক বদলের ঘটনায় নিজের মত জাহির করেছেন৷ তিনি জানিয়েছেন তরুণ এই ক্রিকেটার এই দায়িত্বের জন্য সেরা৷
শ্রেয়স আইয়ার চোট পাওয়ায় দিল্লির অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনা চলছিল৷ নাম ছিল রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে ও স্টিভ স্মিথের৷  কিন্তু এঁদের সকলকে টেক্কা দিয়ে অধিনায়ক হলেনপন্থ৷ অধিনায়ক হওয়ার পর পন্থ জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হল৷ তিনি আরও জানিয়েছেন তিনি সবসময়েই এই দলের অধিনায়কত্ব করতে চেয়েছেন৷
শ্রেয়স আইয়ার জানিয়েছেন, ‘‘ যখন আমি কাঁধের চোট নিয়ে লড়াই করছি, তখন আইপিএলের এই মরশুমের জন্য একজন অধিনায়ক প্রয়োজন৷ আমার কোনও সন্দেহ নেই ঋষভ পন্থ এই পোস্টের জন্য সেরা হবেন৷ আমাদের পুরো দুরন্ত দলের সঙ্গে বিভিন্ন অদ্ভুত জিনিস করার জন্য ওঁকে শুভকামনা৷ আমি খুব খারাপ ভাবে দলকে মিস করব৷ আর পুরো টুর্নামেন্ট দলকে চিয়ার করব৷ ’’
advertisement
advertisement
দিল্লি ক্যাপিটাল্স শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে দারুণ সফর করেছে৷ প্লে অফে প্রথমবার পৌঁছেছে পাশাপাশি ফাইনালেও খেলেছে৷ এই মিডল অর্ডার ব্যাটসম্যানের নেতৃত্বে পারফরম্যান্স দারুণ ছিল৷ তাই তাঁকে বাদ দিয়ে দলকে নেতৃত্ব দেওয়া বড় চ্যালেঞ্জ হবে পন্থের৷ শ্রেয়স আইয়ারের বদলি খোঁজা কোনও সহজ কাজ হবে না৷
শ্রেয়স আইয়ারের কাঁধে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সময় চোট পান৷ ২৬ বছরের এই ক্রিকেটারের অস্ত্রোপচার হবে ৮ এপ্রিল৷ তাঁর কাঁধ ডিসলোকেট হয়ে গেছে৷ সার্জারির পর ৫মাস অবধি তাঁকে রিহ্যাবে থাকতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: তিনি আর অধিনায়ক নন, পন্থ অধিনায়ক হওয়ায় যা বললেন শ্রেয়স আইয়ার
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement