IPL 2021: Viral Video দেখেছেন কি, মাঠের মধ্যেই ধাওয়ানের সঙ্গে দীনেশ কার্তিকের তুমুল গণ্ডগোল

Last Updated:

দীনেশ কার্তিকের সামনে হাঁটু গেড়ে বসে শিখর ধাওয়ান, কাণ্ডটা ঠিক কী?

Video Goes Viral- Photo Courtesy- Twitter Video Grab
Video Goes Viral- Photo Courtesy- Twitter Video Grab
#কলকাতা: আইপিএল (IPL 2021) এমন একটা মঞ্চ যেখানে পৃথিবীর সব সেরাদের এক ছাদের তলায় নিয়ে আসা হয়৷ যেখানে বিভিন্ন দলে থাকা ভারতীয় প্লেয়াররা অন ফিল্ড একে অপরের ‘শত্রু’ আর বিদেশি ক্রিকেটাররা ‘বন্ধু’৷ এই বিদেশি ক্রিকেটার যারা আইপিএল শেষ হলেই প্রতিদ্বন্দ্বী দলে চলে যাবেন৷ বৃহস্পতিবার দুই ভারতীয় ক্রিকেটারের মাঠের মধ্যের চরম শত্রুতার সাক্ষী থাকল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium)৷  কলকাতা নাইট রাইডার্স যেখানে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটাল্সের (Kolkata Knight Riders vs Delhi Capitals)
দীনেশ কার্তিক হাতে একটি বল ধরেন যেটা লেগ সাইডে যাচ্ছিল৷ তারপর বেল উড়িয়ে দেন৷ শিখর ধাওয়ান ক্রিজের মধ্যেই ছিলেন৷ যদিও কার্তিক আউটের আবেদন করেন৷ বাঁহাতির দিকে আঙুল তুলে দেখান৷ কার্তিকের সঙ্গে মাঠে শিখর ধাওয়ানের উতপ্ত বাদানুবাদ হয়৷
কথাকাটাকাটিতে এদিক ওদিকের কথাও ছিল৷ স্বাভাবিকভাবেই দুই ভারতীয় সতীর্থ এরকম আগ্রাসী চুলোচুলি একেবারে সোশ্যাল মিডিয়ায় হটকেক৷ ভাইরাল এই ভিডিও দেখে নিন৷
advertisement
advertisement
যদিও ধাওয়ান এবারের আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন৷ কার্তিক ও কেকেআর অন্যদিকে ফর্ম হাতড়াচ্ছেন৷তারা পয়েন্ট টেবলে জায়গা হাতড়াচ্ছে৷
advertisement
এদিকে পৃথ্বী শ এদিনের ম্যাচে ৪১ বলে ৮২ করেন৷ দিল্লি এদিনের ম্যাচে সাত উইকেটে জয় পায়৷ ধাওয়ানও এদিনে ৪৫ বলে ৪৬ রান করেন৷ তারা ওপেনিং পার্টনারশিপে ১৩২ রান তোলেন৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: Viral Video দেখেছেন কি, মাঠের মধ্যেই ধাওয়ানের সঙ্গে দীনেশ কার্তিকের তুমুল গণ্ডগোল
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement