IPL 2021 RCB vs CSK Toss : শারজায় টস জিতে বল করবে ধোনির চেন্নাই
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
IPL 2021 RCB vs CSK MS Dhoni wins toss and decides to bowl first in Sharjah.মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকলেও আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের জন্য সবকিছু উজার করে দিতে তৈরি বিরাট কোহলির আরসিবি
গত ম্যাচে বিরাট কোহলিরা বড় ব্যবধানে হেরেছিলেন কলকাতা নাইটরাইডার্সের কাছে। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোই তাদের একমাত্র লক্ষ্য। তবে সিএসকে’র বিরুদ্ধে আরসিবি’র রেকর্ড মোটেও ভালো নয়। শেষ ১১ বারের সাক্ষাৎকারে চেন্নাই জিতেছে ন’বার। এবার কি চাকা ঘোরাতে সফল হবে কোহলি বাহিনী? আর তা না পারলে পয়েন্ট তালিকায় তারা আরও পিছিয়ে পড়বে। আরসিবি’র ব্যাটিংয়ে বড় ভরসা বিরাট কোহলি। তবে তিনি ফর্মে নেই। যে কারণে চাপে পড়ে যাচ্ছেন বাকিরা।
advertisement
ওপেনার দেবদূত পাদিক্কাল কুড়ির ক্রিকেটে সাড়া ফেলেছেন। তাঁর উপর নজর রাখতেই হবে। মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি’ভিলিয়ার্সের মতো মারকুটে ব্যাটসম্যান রয়েছেন। তাই শুরুটা ভালো হলে, প্রতিপক্ষের ঘাড়ে বড় রান চাপিয়ে দিতে কিংবা চেজ করতে সমস্যা হবে না। আরসিবি’র বোলিং আক্রমণে রয়েছেন মহম্মদ সিরাজ, কাইল জেমিসন, হার্শল প্যাটেল, নবদীপ সাইনি ও যুজবেন্দ্র চাহাল।
advertisement
advertisement
অন্যদিকে, গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের জয়ের কারিগর ছিলেন তরুণ ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, ফাফ ডু’প্লেসিরা দ্রুত ফর্মে না ফিরলে সমস্যায় পড়বে চেন্নাই। মিডল অর্ডারে অম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজার মতো ম্যাচ উইনার রয়েছেন। আর তাদের বোলিংয়ে ভরসা জস হ্যাজলউড, দীপক চাহার, ডোয়েন ব্রাভো, শার্দূল ঠাকুর। এঁদের মধ্যে শার্দূল আবার পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বড় রান করতে সক্ষম।এমনিতে শারজার মাঠ ছোট। প্রচুর ছয় দেখা যায় এই মাঠে।
view commentsLocation :
First Published :
September 24, 2021 7:34 PM IST