Rohit Sharma on Mumbai loss : আশা হারাতে রাজি নন রোহিত শর্মা

Last Updated:

Mumbai Indians captain Rohit Sharma still hopeful about come back. রোহিত শর্মা পরিষ্কার জানিয়েছেন নিজেদের মুম্বই ইন্ডিয়ান্স মিডল অর্ডার ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। সূর্যকুমার, ঈশান, ক্রুনাল, সেভাবে বড় রান কেউ করতে পারেননি

লড়াই কঠিন, কিন্তু মুম্বই পারবে বলছেন রোহিত
লড়াই কঠিন, কিন্তু মুম্বই পারবে বলছেন রোহিত
রোহিত শর্মা পরিষ্কার জানিয়েছেন নিজেদের মিডল অর্ডার ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। সূর্যকুমার, ঈশান, ক্রুনাল, সেভাবে বড় রান কেউ করতে পারেননি। পোলার্ড ঝড় তোলার ইঙ্গিত দিলেও, থেমে যেতে হয়েছিল মাত্র ২১ রানে। অথচ ডি কক এবং রোহিত মিলে দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ তৈরি করেছিলেন। ৭৭ রানে কোনও উইকেট হারায়নি মুম্বই। কিন্তু তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং। এটা আশা করা যায়নি।
advertisement
advertisement
তবে অতীতে এমন জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে মুম্বই দলের। দেওয়ালে পিঠ ঠেকে গেলে পাল্টা লড়াই করতে জানে দলটা। রোহিত পরিষ্কার বার্তা দিয়েছেন ঘুরে দাঁড়াতেই হবে। আর সময় নেই ভুল করার। রবিবার বিরাট কোহলির আরসিবি দলের বিরুদ্ধে কঠিন পরীক্ষা মুম্বই দলের। ওই ম্যাচটা জিততে না পারলে অবস্থা আরো কঠিন হবে মুম্বইয়ের। তাছাড়া উল্টোদিকে যখন বিরাট কোহলি, তখন রোহিত শর্মা ব্যাট হাতে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন বলা যেতে পারে।
advertisement
দুজনের মধ্যে ঠান্ডা লড়াই কারো অজানা নয়। রোহিত ভবিষ্যতের ভারত অধিনায়ক। বিরাট দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তিনিই এগিয়ে এই দায়িত্বের জন্যে। তাছাড়া আইপিএলে আজ পর্যন্ত বিরাট কোহলির হাত ফাঁকা। সেখানে পাঁচটা আইপিএল জিতেছেন হিটম্যান। অধিনায়ক হিসেবে গত কয়েক বছর ধরে নিজেকে প্রমাণ করেছেন মুম্বইকার।
অতীতে দেখা গিয়েছে যখনই চাপে পড়েছে মুম্বই, তখনই ঠিক একটা রাস্তা খুঁজে বের করেছে তাঁরা। এমনি এমনি পাঁচবারের চ্যাম্পিয়ন নয় দলটা। কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন। বিরাট কোহলির দল প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছে। তাই মুম্বইয়ের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করবে তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
Rohit Sharma on Mumbai loss : আশা হারাতে রাজি নন রোহিত শর্মা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement