IPL 2021: MI vs PBKS ম্যাচের টস মিস, দেখুন ভিডিও, দেখে নিন দু‘দলের প্লেয়িং ইলেভেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
জয় পেতে মরিয়া দুই অধিনায়কই ম্যাচের আগে ঠিক কী বললেন...
#চেন্নাই: আইপিএল ২০২১ (IPL 2021 ) -র ১৭ তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম পঞ্জাব কিংস (Punjab Kings) মধ্যে চেন্নাইতে ম্যাচ৷ চিপকেই খেলা হবে এই ম্যাচটিও৷ এদিনের ম্যাচে টসে জিতে Toss জিতে ফিল্ডিং-র সিদ্ধান্ত নিল পঞ্জাব৷
Toss Update: Captain @klrahul11 wins the toss and he says that @PunjabKingsIPL will bowl first against @mipaltan https://t.co/NMS54FiJ5o #VIVOIPL #PBKSvMI pic.twitter.com/rdTLV53lvn
— IndianPremierLeague (@IPL) April 23, 2021
advertisement
এদিনের ম্যাচে নিজেদের প্রথম একাদশে একটি পরিবর্তন করেছেন পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল৷ দলে এলেন রবি বিষ্ণোই৷ এদিকে টসে হেরেও প্রথমে ব্যাট করাকেই সুবিধাজনক মনে করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা৷ তাঁর কাফ মাসলে হালকা একটি অস্বস্তি থাকলেও এখন তা নেই জানিয়েছেন হিটম্যান৷
advertisement
Match 17. Punjab Kings XI: KL Rahul, M Agarwal, C Gayle, N Pooran, D Hooda, M Henriques, S Khan, F Allen, R Bishnoi, M Shami, A Singh https://t.co/oSv9pZngPE #PBKSvMI #VIVOIPL #IPL2021
— IndianPremierLeague (@IPL) April 23, 2021
Match 17. Mumbai Indians XI: R Sharma, Q de Kock, S Yadav, I Kishan, K Pollard, H Pandya, K Pandya, J Yadav, R Chahar, J Bumrah, T Boult https://t.co/oSv9pZngPE #PBKSvMI #VIVOIPL #IPL2021
— IndianPremierLeague (@IPL) April 23, 2021
advertisement
পঞ্জাব এখনও ৪ টি ম্যাচের ৩ টি তে হেরেছে৷ পয়েন্ট টেবলে তারা সবচেয়ে পিছনে রয়েছে৷ এদিকে মুম্বই চার ম্যাচের মাত্র ২ টি তে জিতেছে৷ তারা পয়েন্ট টেবলের চার নম্বরে আছে৷ মুম্বই ব্যাটসম্যানরা এখনও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি৷ অন্যদিকে পঞ্জাব এই ম্যাচ থেকে জয়ের ধারায় ফিরতে বদ্ধপরিকর পঞ্জাব৷
advertisement
এই বছর আইপিএলে এখনও শুরুর পর্ব চলছে৷ পঞ্জাবের ক্রিকেটাররাও ফর্মে ফেরার আশায় ৷ অন্যদিকে খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বইকেও ট্রেন লাইনে রাখতে হবে আর স্পিডও বাড়াতে হবে৷ কেএল রাহুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে৷ এদিকে মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ব্যাট হাতে ফর্মের ইঙ্গিত দিলেও এখনও নিজের স্বমূর্তি ধারণ করতে পারেননি৷
শেষ চারটি ম্যাচের দুটিতে জয় পেলেও নিজেদের সেরা ছন্দে দেখা যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সকে। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হিসেবে এই প্রদর্শন মোটেই খুশি করতে পারছে না মুম্বই সমর্থকদের। শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে হেরেছে দল। সবচেয়ে বড় কথা চিপকে শেষ চার ম্যাচের একটিতেও ১৬০ রানের বেশি তুলতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। চিন্তায় রাখছে দলের মিডল অর্ডার। ঈশান, হার্দিক, ক্রুনাল, পোলার্ডদের ব্যাটে সেভাবে বড় রান নেই। রোহিত শর্মা নিজেও ভাল শুরু করে লম্বা ইনিংস খেলতে ব্যর্থ। অন্যবার দক্ষিণ আফ্রিকান ডি কক যে ফর্মে থাকেন, এবার সেই ছন্দে দেখা যাচ্ছে না।
advertisement
তুলনামূলকভাবে বোলিং বিভাগে লেগস্পিনার রাহুল চাহার এবং নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ধারাবাহিক পারফর্ম করছেন। বুমরা এখনও নিজের সেরা ছন্দে আসতে পারেননি। হার্দিককে বোলার হিসেবে সেভাবে ব্যবহার করা হচ্ছে না। ক্রুনাল পান্ডিয়া ধারাবাহিকতা দেখাতে পারছেন না। সব মিলিয়ে নিজেদের সেরা জায়গায় আসতে পারেনি মুম্বই।
অন্যদিকে শেষ তিনটি ম্যাচে হেরে খারাপ অবস্থা পঞ্জাব কিংস দলের। প্রথম দুটি ম্যাচে অধিনায়ক রাহুল রান পেলেও তারপর ধারাবাহিকতার অভাবে ভুগছেন। একই অবস্থা আগারওয়ালের।
advertisement
Never a dull moment when @henrygayle is on the field. Here he is addressing the @PunjabKingsIPL team huddle! 😎https://t.co/NMS54FiJ5o #VIVOIPL #PBKSvMI pic.twitter.com/UAOvE9hSsr
— IndianPremierLeague (@IPL) April 23, 2021
ক্রিস গেইল প্রথম ম্যাচে ৪০ করলেও তারপর ব্যর্থ। পুরান পুরো ফ্লপ। তরুণ শাহরুখ খান কিছুটা লড়াই করছেন। সম্ভবত মুম্বই ম্যাচে পঞ্জাব খেলাতে পারে ইংল্যান্ডের ডাউইড মালানকে। টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান তিনি। লেগস্পিনার মুরুগান অশ্বিনের জায়গায় আনা হতে পারে রবি বিষ্ণইকে। রাতের ম্যাচে শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দিচ্ছে। পরে যে দল বল করছে তাঁদের কাজটা কঠিন হয়ে যাচ্ছে। পঞ্জাবের বোলাররা শেষ ম্যাচে সানরাইজার্স দলের বিরুদ্ধে দাগ কাটতে ব্যর্থ।
advertisement
শামি চেষ্টা করছেন নিজের সেরাটা দিতে। এই ম্যাচে ইংল্যান্ডের ক্রিস জর্ডনকে ফেরানো হতে পারে। দুই দলের ওজনে অনেক এগিয়ে মুম্বই। কিন্তু রোহিত শর্মা রাহুলদের যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। পাশাপাশি রাহুল মরিয়া পরপর তিন ম্যাচ হারের পর একটা জয় তুলে নিতে। চেন্নাইয়ের মাঠে দুটো দলের কাছেই এটাই শেষ ম্যাচ। চেন্নাই পর্ব শেষ করার আগে কোন দল হাসিমুখে মাঠ ছাড়ে সেটাই দেখার।
Location :
First Published :
April 23, 2021 7:22 PM IST