MI vs PBKS : পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে রইল মুম্বই ইন্ডিয়ানস
MI vs PBKS : পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে রইল মুম্বই ইন্ডিয়ানস
হার্দিক পান্ডিয়া এবং পোলার্ড জেতালেন মুম্বইকে
PBKS Hardik Pandya and Pollard takes Mumbai Indians victorious over PBKS।হারের হ্যাটট্রিক করার পর অবশেষে জিতল মুম্বই।শামির ওভারে পুরো রান তুলে দিলেন হার্দিক পান্ডিয়া। দুটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মেরে, এক ওভার বাকি থাকতে
মুম্বই ইন্ডিয়ানস জয়ী ৬ উইকেটে#আবুধাবি: তাঁকে অনেকে ভবিষ্যতের অনিল কুম্বলে বলে চিহ্নিত করছেন। কুম্বলের মতো তিনিও লেগস্পিনার। বোলিং অ্য়াকশনেও সাদৃশ্য রয়েছে। একইরকম জোরের ওপর লেগস্পিন করেন। আইপিএলে সেই কুম্বলের কোচিংয়েই খেলার সুযোগ পেয়েছেন রবি বিষ্ণোই। পঞ্জাব কিংসের তরুণ লেগস্পিনারের প্রস্তুতির অনেকটা জুড়ে থাকছে কিংবদন্তি কুম্বলের বোলিংও। কীভাবে? সময় পেলেই ইউটিউবে কুম্বলের বোলিংয়ের ভিডিও চালিয়ে দেখছেন তরুণ লেগস্পিনার। আজ রোহিত শর্মাকে আউট করার পর গুগলিতে বোল্ড করলেন সূর্যকে।চার ওভারে ২৫ রান দিয়ে দুটি উইকেট নিলেন।দি কক ২৭ করে বোল্ড শামির বলে। সৌরভ তিওারি ৪৫ করলেন। কিন্তু এলিসের বলে ফিরলেন। শামি, আরশদিপ, মার্করামরা বল হাতে মুম্বইকে কিন্তু চাপে রাখেন। পোলার্ড এবং হার্দিক পর্যন্ত সহজে রান নিতে পারছিলেন না।যদিও পরে দুজনেই শট খেললেন। শেষ দু`ওভারে দরকার ছিল ১৬ রান।শামির ওভারে পুরো রান তুলে দিলেন হার্দিক পান্ডিয়া। দুটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মেরে, এক ওভার বাকি থাকতে। হার্দিক অপরাজিত রইলেন ৪০ রানে।
মঙ্গলবার প্রায় প্লে অফের টিকে থাকার লড়াই ছিল দুটো দলের কাছে। টস জিতে মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মা বল করার সিদ্ধান্ত নিয়ে যে সঠিক কাজ করেছিলেন এটা বোঝা গেল পঞ্জাব ইনিংস শুরু হওয়ার কিছুক্ষণ পরে। রাহুল এবং মনদীপ শুরুটা খারাপ করেননি। কিন্তু ক্রুনাল পান্ডিয়ার বলে এলবিডব্লিউ হলেন মনদীপ (১৫)। তিন নম্বরে নামলেন ক্রিস গেইল। মনে হয়েছিল আজ বড় প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক খেলা তুলে ধরবেন জামাইকান তারকা।হতাশ করলেন তিনি। জাতীয় দলের সতীর্থ কিয়েরন পোলার্ডকে তুলে মারতে গিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়লেন।
ক্রিস গেইল ১ রান করলে একটা দলের ব্যাটিং লাইন আপের সমস্যার শেষ থাকে না। একই ওভারে ফিরে গেলেন অধিনায়ক রাহুল। পোলার্ডকে মিড উইকেট দিয়ে মারতে গিয়ে আউট হলেন।হতাশ করলেন অন্য ক্যারিবিয়ান নিকোলাস পুরান। বুমরার বলে এলবিডব্লিউ হলেন২ রান করে। এরপর কিছুটা পাল্টা লড়াই করার চেষ্টা করলেন দক্ষিণ আফ্রিকান মার্করাম এবং দীপক হুদা। কিন্তু এদিন মুম্বই বোলাররা এক ইঞ্চি জায়গা দেননি বিপক্ষ ব্যাটসম্যানদের।
রোহিত শর্মা বুদ্ধি করে বোলিং পরিবর্তন করলেন।মার্করাম কিন্তু সাধ্যমত লড়াই করলেন। তবে রাহুল চাহারের বলে সুইপ মারতে গিয়ে ফিরে গেলেন বোল্ড হয়ে। তার সংগ্রহ ৪২।পঞ্জাবের আসল ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে আবার মাথায় চেপে বসল মুম্বই ইন্ডিয়ানস। দেওয়ালে পিঠ ঠেকে গেলে চ্যাম্পিয়নরা কামব্যাক করে। চ্যালেঞ্জ যতই কঠিন হোক, হাল ছাড়ে না তাঁরা।
সেটাই এদিন বুঝিয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস, অন্তত প্রথম ইনিংসের সুবাদে।মিলনের জায়গায় কুলটার ডি নিল ভাল বল করলেন।এই অস্ট্রেলিয়ান নিজের অভিজ্ঞতার পরিচয় দিলেন ডেথ ওভারে দুর্দান্ত জায়গায় বল রেখে।বুমরা দুটো উইকেট পেলেন। দীপক হুদা আউট হলেন ২৮ করে। এরপর আর পঞ্জাবের বিশেষ কিছু করার ছিল না।মুম্বই ডেথ বোলিং এতটাই ভাল ছিল, শেষ চার ওভারে একটিও বাউন্ডারি মারতে পারেনি পঞ্জাব।হারের হ্যাটট্রিক করার পর অবশেষে জিতল মুম্বই।
Published by:Rohan Chowdhury
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।