IPL 2021: ৫ বারের চ্যাম্পিয়ন Mumbai Indians, কেন এবারও জয়ের দাবিদার রোহিতরা?
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ফ্যানেরা প্রায়শই মজা করে বলে থাকেন যে, আইপিএলে (IPL) বাকি ৭টি দল নিজেদের মধ্যে লড়াই করে শুধু মুম্বইকে হারানোর জন্য! সমর্থকদের এই আত্মবিশ্বাস এসেছে দলের অসাধারণ ধারাবাহিক পারফরম্যান্স থেকেই৷
#কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ফ্যানেরা প্রায়শই মজা করে বলে থাকেন যে, আইপিএলে (IPL) বাকি ৭টি দল নিজেদের মধ্যে লড়াই করে শুধু মুম্বইকে হারানোর জন্য! সমর্থকদের এই আত্মবিশ্বাস এসেছে দলের অসাধারণ ধারাবাহিক পারফরম্যান্স থেকেই৷
টুর্নামেন্টের ইতিহাসে সবচেয় সফল দল মুম্বই৷ পাঁচবারের চ্যাম্পিয়ন টিম রোহিত শর্মাদের৷ মুম্বই এবার ট্রফি জয়ের হ্যাটট্রিকের পথে৷ গত দু'বারের চ্যাম্পিয়ন মুম্বই এবার জিততে পারলে হাফ ডজন বার চ্যাম্পিয়ন হবে৷ রোহিতদের এবারও ট্রফি হাতে তোলার যাবতীয় সম্ভাবনা রয়েছে৷ তার আগে দেখে নেওয়া যাক এবার মুম্বইয়ের ২৫ সদস্যের দলে কারা রয়েছেন
নিলামের আগে ১৮ জনকে ধরে রেখেছিল মুম্বই (List of players retained): রোহিত শর্মা (Rohit Sharma), কুইনন্টন ডি কক (Quinton de Kock, WK), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ইশান কিশান (Ishan Kishan,WK), ক্রিস লিন (Chris Lynn) অনমোলপ্রীত সিং (Anmolpreet Singh), সৌরভ তিওয়ারি (Saurabh Tiwary), আদিত্য তারে (Aditya Tare), কায়রন পোলার্ড (Kieron Pollard), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), ক্রুনাল পাণ্ডিয়া (Krunal Pandya), অনুকূল রায় (Anukul Roy), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), ট্রেন্ট বোল্ট (Trent Boult), রাহুল চাহার (Rahul Chahar), জয়ন্ত যাদব (Jayant Yadav), ধাওয়াল কুলকার্নি (Dhawal Kulkarni), এবং মহশিন খান (Mohsin Khan)
advertisement
advertisement
যে ৭ জনকে ছেড়ে দিয়েছিল (List of players released): লসিথ মালিঙ্গা (Lasith Malinga), মিচ ম্যাকক্লেনাঘান (Mitch McClenaghan), জেমস প্যাটিনসন (James Pattinson), ন্যাথান কুল্টার-নাইল (Nathan Coulter-Nile), শেরফানে রাদারফোর্ড (Sherfane Rutherford), প্রিন্স বলবন্ত রাই (Prince Balwant Rai) এবং দিগ্বিজয় দেশমুখ (Digvijay Deshmukh)
যে নতুন ৭ জন এলেন দলে: অ্যাডাম মিলনে (৩.২০ কোটি টাকা) (Adam Milne), ন্যাথান কুল্টার-নাইল (৫ কোটি টাকা) (Nathan Coulter-Nile) , পীযূষ চাওলা (২.৪০ কোটি টাকা) (Piyush Chawla), জেমশ নিশাম (২.৪০ কোটি টাকা) (James Neesham), যুধবীর চরক (২০ লক্ষ টাকা) (Yudhvir Charak), ম্যাক্রো জানসেন (২০ লক্ষ টাকা) (Marco Jansen) ও অর্জুন তেন্ডুলকর (২০ লক্ষ টাকা) (Arjun Tendulkar)
advertisement
মুম্বইয়ের শক্তি
মুম্বই কিন্তু ভীষণ ভাবে নিজেদের কোর টিমটাকে ধরে রাখার চেষ্টা করে৷ এক সময় যেটা এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) করে এসেছে৷ বিদেশি খেলোয়ড়দের থেকেও তাঁদের অনেক বেশি ভরসা দিয়েছেন ভারতের ক্রিকেটাররা৷ প্রয়োজনে তাঁর সবসময় জ্বলে উঠেছেন৷ জসপ্রীত বুমরাহ, ও হার্দিক পাণ্ডিয়া কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সে খেলেই ক্রীড়াবিশ্বে নিজেদের নাম চিনিয়েছেন৷ মুম্বইয়ে দুর্দান্ত সব ব্যাটসম্যানের পাশাপাশি রয়েছে আগুনে সব ফাস্ট বোলার৷
advertisement
কেন মুম্বই জয়ের দাবিদার?
বিশ্বমানের দু'জন ফাস্ট বোলার রয়েছেন; বুমরা ও বোল্ট৷ এই জোড়া ফলা বলে বলে প্রতিপক্ষের ঘুম ছুটিয়ে দিতে পারে৷ এবছর অত্যন্ত অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলার সংযোজনও মুম্বইয়ের ট্রাম্প কার্ড হতে পারে৷ তেমন শক্তিশালী ব্যাটিং লাইন আপ দলের৷ শুরুতে রোহিত, ডি কক, সূর্যকুমার ও ইশান৷ মিডল অর্ডারে পাণ্ডিয়া ভাইয়েরা ও পোলার্ড! পাণ্ডিয়া-পোলার্ড যে কোনও ম্যাচের রঙ বদলে দিতে পারেন! অসাধারণ ব্যাক-আপও আছে টিমে৷ ব্যাটিংয়ে সৌরভ তিওয়ারি, আদিত্য তারে ও ক্রিস লিন৷ বোলিংয়ে অ্যাডাম মিলনে, ম্যাক্রো জানসেন, জয়ন্ত যাদব ও ধাওয়াল কুলকার্নি৷ এক্স ফ্যাক্টর বলতে হলে রোহিতের ক্যাপ্টেনসি৷
view commentsLocation :
First Published :
March 11, 2021 6:23 PM IST

