IPL Auction 2021 Live Updates: ২ কোটিতে চল্লিশ বছরের হরভজনকে কিনল কলকাতা, এলেন করুণ নায়ারও

Last Updated:

IPL Auction 2021 News, India Premier League (IPL 14) Live Updates: : চেন্নাইতে আর কয়েকঘণ্টা পরেই শুরু চোদ্দদশ আইপিএলের নিলাম (IPL Auction 2021 Live) অনুষ্ঠান৷ টুর্নামেন্টের আটটি আইপিএল ফ্রাঞ্চাইজিই নিজেদের স্ট্র্যাটেজি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে৷

#চেন্নাই: নিলামে এবার অন্য চমক দিল কলকাতা৷ ২ কোটি টাকায় অভিজ্ঞ অফ স্পিনার হরভজন সিং-কে কিনল কেকেআর৷ এর পাশাপাশি আরও এক অভিজ্ঞ ব্যাটসম্যান করুণ নায়ারকেও কিনেছে তারা৷ ৫০ লক্ষ টাকায় করুণ নায়ারকে কেনা নিয়ে প্রশ্ন না উঠলেও চল্লিশ বছর বয়সি হরভজনকে কেনার পিছনে কী পরিকল্পনা রয়েছে, তা নিয়ে প্রশ্ন থাকছেই সমর্থকদের মধ্যে৷  এ ছাড়াও অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান বেন কাটিংকেও ৭৫ লক্ষ টাকায় কিনেছে শাহরুখ খানের দল৷
এ দিন প্রথম দফায় দল পাননি হরভজন, করুণ নায়াররা৷ পরে তাঁদের নাম উঠতেই কিনে নেয় কলকাতা৷ গত বছর আইপিএল-এ চেন্নাই দলে থাকলেও খেলেননি হরভজন৷ কেকেআর-এ সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবের মতো স্পিনাররা রয়েছেন৷ এবার কেনা হয়েছে বাংলাদেশের শাকিব আল হাসানকে৷ তার পরেও দলে নেওয়া হল হরভজনকে৷ মনে করা হচ্ছে, প্রথম এগারোয় না থাকলেও নিজের অভিজ্ঞতা দিয়ে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের সাহায্য করতে পারবেন হরভজন৷ তবে করুণ নায়ার দলে আসায় দলের ওপেনিং সমস্যা যেমন মিটবে, সেরকমই মিডল অর্ডারেও প্রয়োজনে তিনি দলকে ভরসা দিতে পারবেন৷ আর আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে থাকছেন বেন কাটিং৷ অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংও করতে পারেন৷
advertisement
হাতে বেশি টাকা ছিল না৷ তাই নিলামে বুঝেশুনে পা ফেলেছে কলকাতা নাইট রাইডার্স৷ নিলামের প্রথম দু' ঘণ্টায় শাকিব আল হাসান ছাড়া আর কোনও ক্রিকেটারকে কেনেনি কলকাতা৷ পরে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান শেল্ডন জ্যাকসনকেও দলে নেয় কলকাতা৷ এর আগেও কলকাতার হয়ে খেলেছেন পুদুচেরির এই ক্রিকেটার৷
advertisement
নিলামের শেষ দিকে অবশ্য পর পর বেশ কয়েকজন ক্রিকেটারকে তুলে নেয় কেকেআর৷ হরভজন সিং, করুণ নায়ার, বেন কাটিংয়ের পাশাপাশি আরও এক বাঁহাতি স্পিনার পবন নেগিকেও দলে নিয়েছে কেকেআর৷ দলে নেওয়া হয়েছে মধ্যপ্রদেশের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে৷ হিমাচল প্রদেশের তরুণ মিডিয়াম পেসার বৈভব অরোরাকেও ২০ লক্ষ টাকায় কিনেছে শাহরুখ খানের দল৷
বাংলা খবর/ খবর/IPL/
IPL Auction 2021 Live Updates: ২ কোটিতে চল্লিশ বছরের হরভজনকে কিনল কলকাতা, এলেন করুণ নায়ারও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement