IPL 2021: এপ্রিলের মাঝামাঝি মু্ম্বই এবং আহমেদাবাদে হতে পারে টুর্নামেন্ট
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
আগেই জানা গিয়েছিল যে, ক্রিকেটের সবচেয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের আসর এবার বসবে মুম্বইতে৷ কিন্তু এখন জানা যাচ্ছে মহারাষ্ট্রের সঙ্গেই গুজরাতের আহমেদাবাদেও হবে আইপিএল৷
#মুম্বই: গত ১৮ ফেব্রুয়ারি চোদ্দদশ আইপিএলের নিলাম (IPL 2021) অনুষ্ঠিত হয়ে গেল চেন্নাইয়ে৷ এবারের জন্য আট ফ্র্যাঞ্চাইজি নিজেদের টিম গুছিয়ে নিয়েছে ভাল ভাবে৷ আইপিএলের ভেন্যুও প্রায় ঠিক হয়ে গেল৷ আগেই জানা গিয়েছিল যে, ক্রিকেটের সবচেয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের আসর এবার বসবে মুম্বইতে৷ কিন্তু এখন জানা যাচ্ছে মহারাষ্ট্রের সঙ্গেই গুজরাতের আহমেদাবাদেও হবে আইপিএল৷ এমনটাই রিপোর্ট সংবাদ সংস্থা আইএএনএস-এর৷
গতবছর করোনার কোপে ক্লোজড ডোর আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে৷ কিন্তু এবার দেশের টুর্নামেন্ট দেশেই ফিরছে৷ আইএএনএস বলছে মুম্বইয়ের চারটি স্টেডিয়ামে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে৷ প্লে-অফের ম্যাচগুলি হবে নবরূপে নির্মিত আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে৷ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী থাকবে আইপিএলের৷
Mumbai and Ahmedabad are likely to host the Indian Premier League (IPL) matches with the former likely to host group stage matches across four venues and the latter's refurbished Sardar Patel stadium in Motera to host the play-offs.https://t.co/T5boJt1P2z
— News18 (@CNNnews18) February 21, 2021
advertisement
advertisement
বিসিসিআই-এর এক আধিকারিক রবিবার জানিয়েছেন, "এই মুহূর্তে মুম্বইয়ের চারটি স্টেডিয়ামে (ব্রেবোর্ন স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়াম, ডিওয়াই পাতিল স্টেডিয়াম ও রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়াম) লিগ ম্যাচগুলি আয়োজনের ব্যাপারে আলোচনা হয়েছে৷ আশা করা হচ্ছে প্লে-অফের ম্যাচগুলি হবে পুনরায় গঠিত মোতেরার সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে৷ যদিও এখনও কোনও সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ আশা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি বা দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্ট হবে৷" ঘরের মাঠে আইপিএল দেখার জন্য মুখিয়ে আছেন ফ্যানেরা৷
view commentsLocation :
First Published :
February 21, 2021 10:45 PM IST

