IPL 2021: এপ্রিলের মাঝামাঝি মু্ম্বই এবং আহমেদাবাদে হতে পারে টুর্নামেন্ট

Last Updated:

আগেই জানা গিয়েছিল যে, ক্রিকেটের সবচেয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের আসর এবার বসবে মুম্বইতে৷ কিন্তু এখন জানা যাচ্ছে মহারাষ্ট্রের সঙ্গেই গুজরাতের আহমেদাবাদেও হবে আইপিএল৷

#মুম্বই: গত ১৮ ফেব্রুয়ারি চোদ্দদশ আইপিএলের নিলাম (IPL 2021) অনুষ্ঠিত হয়ে গেল চেন্নাইয়ে৷ এবারের জন্য আট ফ্র্যাঞ্চাইজি নিজেদের টিম গুছিয়ে নিয়েছে ভাল ভাবে৷ আইপিএলের ভেন্যুও প্রায় ঠিক হয়ে গেল৷ আগেই জানা গিয়েছিল যে, ক্রিকেটের সবচেয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের আসর এবার বসবে মুম্বইতে৷ কিন্তু এখন জানা যাচ্ছে মহারাষ্ট্রের সঙ্গেই গুজরাতের আহমেদাবাদেও হবে আইপিএল৷ এমনটাই রিপোর্ট সংবাদ সংস্থা আইএএনএস-এর৷
গতবছর করোনার কোপে ক্লোজড ডোর আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে৷ কিন্তু এবার দেশের টুর্নামেন্ট দেশেই ফিরছে৷ আইএএনএস বলছে মুম্বইয়ের চারটি স্টেডিয়ামে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে৷ প্লে-অফের ম্যাচগুলি হবে নবরূপে নির্মিত আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে৷ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী থাকবে আইপিএলের৷
advertisement
advertisement
বিসিসিআই-এর এক আধিকারিক রবিবার জানিয়েছেন, "এই মুহূর্তে মুম্বইয়ের চারটি স্টেডিয়ামে (ব্রেবোর্ন স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়াম, ডিওয়াই পাতিল স্টেডিয়াম ও রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়াম) লিগ ম্যাচগুলি আয়োজনের ব্যাপারে আলোচনা হয়েছে৷ আশা করা হচ্ছে প্লে-অফের ম্যাচগুলি হবে পুনরায় গঠিত মোতেরার সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে৷ যদিও এখনও কোনও সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ আশা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি বা দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্ট হবে৷" ঘরের মাঠে আইপিএল দেখার জন্য মুখিয়ে আছেন ফ্যানেরা৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: এপ্রিলের মাঝামাঝি মু্ম্বই এবং আহমেদাবাদে হতে পারে টুর্নামেন্ট
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement