#চেন্নাই: গত মরশুমটা আইপিএলে বড় একটা ভালো যায়নি কেকেআরের৷ প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারেনি তারা৷ দু‘বার ট্রফি পেলেও দীর্ঘদিন ধরে সেই আইপিএল ট্রফিও ঘরে ঢোকেনি৷ তাই এই মরশুমে ইয়ন মর্গ্যানের নেতৃত্বে ফের একবার ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন কেকেআর ফ্যান এবং টিম ম্যানেজমেন্টের৷
আইপিএলের (IPL 2021) এই মরশুম শুরুর প্রথম ম্যাচ কেকেআরের ৷ কখন কোথায় ম্যাচ থেকে নাইট ও সানরাইজার্সের (KKR vs SRH) স্কোয়াড সব কিছুই জেনে নিন৷
কখন শুরু হবে আইপিএল ম্যাচ ?
আইপিএল ২০২১-এ কেকেআরের প্রথম ম্যাচ ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটায় হবে৷ টস হবে সন্ধ্যা সাতটায়৷
আইপিএল ২০২১ প্রথম ম্যাচ কোথায় হবে?আইপিএল ২০২১ প্রথম ম্যাচ ১১ এপ্রিল রবিবার খেলা হবে৷ ম্যাচ হবে চেন্নাইতে৷
টিভিতে আইপিএল ২০২১ -র সম্প্রচারের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
আইপিএল ২০২১ -র ম্যাচের সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৷ সেখানেই দেখতে পাবেন দর্শকরা৷
ভিভো আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন৷
আইপিএল ২০২১ -র ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে ডিজনি হট স্টারে ৷ এছাড়া আপডেটসের জন্য নিজেদের ওয়েবসাইট নিউজ ১৮ বাংলায় নজর রাখতে পারেন৷
কলকাতা নাইট রাইডার্স (KOLKATA KNIGHT RIDERS)
Eoin Morgan (C), Andre Russell, Ben Cutting, Dinesh Karthik, Harbhajan Singh, Kamlesh Nagarkoti, Karun Nair, Kuldeep Yadav, Lockie Ferguson, Nitish Rana, Pat Cummins, Pawan Negi, Prasidh Krishna, Rahul Tripathi, Rinku Singh, Sandeep Warrier, Shakib Al Hasan, Sheldon Jackson, Shivam Mavi, Shubman Gill, Sunil Narine, Tim Seifert, Vaibhav Arora, Varun Chakravathi, Venkatesh Iyer
সানরাইজার্স হায়দরাবাদ (SUNRISERS HYDERABAD)
David Warner (C), Abdul Samad, Abhishek Sharma, Basil Thampi, Bhuvneshwar Kumar, Jagadeesha Suchith, Jason Holder, Jonny Bairstow, Kane Williamson, Kedar Jadhav, Khaleel Ahmed, Manish Pandey, Mitchell Marsh, Mohammad Nabi, Mujeeb Ur Rahman, Priyam Garg, Rashid Khan, Sandeep Sharma, Shahbaz Nadeem, Shreevats Goswami, Siddarth Kaul, T Natarajan, Vijay Shankar, Virat Singh, Wriddhiman Saha
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।