IPL 2021: গত মরশুমে কুৎসিত পারফরম্যান্স, নতুন লড়াইতে অঙ্গীকারবদ্ধ ধোনির চেন্নাই

Last Updated:

পুরনো ক্ষত ভুলিয়ে নতুন হাসি ভরিয়ে দিতে মরিয়া খাতায় কলমে এক নম্বর ব্যালান্সড দল সিএসকে৷

#চেন্নাই: ১৪ তম মরশুমে আইপিএলের ক্রীড়াসূচি ঘোষণা হয়ে যাওয়ার পর আরও খানিকটা বাড়তি আশায় বুক বেঁধেছেন দেশের আইপিএলপ্রেমী দর্শক৷ করোনা পরিস্থিতি জারি থাকলেও ধীরে ধীরে ছন্দে ফিরছে গোটা বিশ্ব, পিছিয়ে নেই ক্রিকেটও৷ ভারতের মাটিতেও আয়োজিত হয়েছে ক্রিকেট সিরিজ৷ এবার পালা আইপিএলের৷
সংযুক্ত আরব আমিরশাহির মাটিত আইপিএলের ত্রয়োদশ মরশুম সত্যিই আনলাকি হয়েছে চেন্নাই সুপার কিংসের পক্ষে৷ এবার আইপিএলের ১৪ তম মরশুমে ঘুরে দাঁড়ানোর লড়াই সিএসকে-র ৷ নিজেকে ফের একবার প্রমাণ করার লড়াই ক্যাপ্টেন কুলের! আইপিএলের ইতিহাসের সফলতম দল গত মরশুমেই প্রথমবার প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি৷ সেই ক্ষত দগদগ করছে এখনও৷ যাঁরা সাফল্যের স্বাদ চাখেনি তাঁদের জন্য ব্যর্থতা একরকম আর যাঁরা সাফল্যের স্বাদ চাখার পর ব্যর্থ হয় তাঁদের জন্য এই অভিজ্ঞতা আরও তিক্ত৷ সেটাই এবার হয়েছে চেন্নাইয়ের ৷ ন
advertisement
নিলাম থেকে নতুন ভাবে দল সাজিয়ে তাঁদের লক্ষ্য এবার পরিষ্কার৷ আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট  থেকে অবসর নিলেও আইপিএল এখনও খেলছেন ধোনি , দিচ্ছেন সামনে থেকে নেতৃত্ব ৷ তাই আরও একবার নিজের পারফরম্যান্স দিয়ে প্রমাণের লড়াই ধোনির৷
advertisement
এ মরশুমে ১০ এপ্রিল  প্রথম ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস ৷ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটাল্স৷ তারপর পাঁচ দিনের বিরতি ৷ এরপর খেলা রয়েছে পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস৷ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ দক্ষিণী প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে৷  সেই ম্যাচের তারিখ ২৩ মে৷ চেন্নাই সুপার কিংসের গ্রুপ পর্বের দুটি খেলা বিকেলে রয়েছে বাকি সব ম্যাচই সন্ধ্যায়৷
advertisement
চেন্নাই নিজেদের পাঁচটি ম্যাচ মুম্বইতে, ৪ টি দিল্লিতে , ৩ টি বেঙ্গালুরুতে এবং ২ টি ম্যাচ কলকাতায় খেলবে৷ এবারের নিলাম থেকে চেন্নাইয়ের তোলা কৃষ্ণাপ্পা গোথাম ও মোয়েন আলি বড় বাজি৷ পাশাপাশি খাতায় কলমে তাদের দল সবচেয়ে বেশি অলরাউন্ড সাইড৷
আইপিএল ২০২১ - এ চেন্নাইয়ের দল- এম এস ধোনি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, কেএম আসিফ,দীপক চাহার, ডয়েন ব্র্যাভো, ফ্যাফ ডু প্লেসি, ইমরান তাহির, এন জগদীশন, করণ শর্মা, লুঙ্গি এনগিডি, মিচেল স্যান্টানের, রবীন্দ্র জাডেজা, রতুরাজ গায়কোয়াড, শার্দুল ঠাকুর, স্যাম কারান, জস হেজেলউড, আর সাই কিশোর, রবীন উথাপ্পা, মইন আলি, কৃষ্ণাপ্পা গোথাম, চেতেশ্বর পূজারা, এম হরিশঙ্কর রেড্ডি, কে ভগত ভর্মা, সি হারি নিশান্ত৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: গত মরশুমে কুৎসিত পারফরম্যান্স, নতুন লড়াইতে অঙ্গীকারবদ্ধ ধোনির চেন্নাই
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement