IPL 2021, KKR vs DC: নীতিশ রানার ব্যাটে ভর করে দিল্লিকে ৩ উইকেটে হারাল কেকেআর

Last Updated:

KKR beat DC by 3 Wickets: নীতিশ রানার (Nitish Rana) ব্যাটে ভর করে ১০ বল বাকি থাকতেই দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders vs Delhi Capitals) ৷

Photo Courtesy: IPL
Photo Courtesy: IPL
দিল্লি ক্যাপিটালস: ১২৭/৯ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স: ১৩০/৭ (১৮.২ ওভার)
৩ উইকেটে জয়ী কেকেআর
advertisement
শারজা: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে হারতে হয়েছে ৷ মঙ্গলবার শারজায় তাই যে কোনও মূ্ল্যে ম্যাচ জিততেই হত নাইটদের ৷ টার্গেট ছিল ১২৮ রানের ৷ কিন্তু তা করতেই হিমশিম খেতে হল কেকেআর (KKR) ব্যাটসম্যানদের ৷ জয়ের জন্য সহজ টাস্ক নিজেরাই একসময় কঠিন করে ফেলেছিলেন নাইটরা ৷ শেষপর্যন্ত নীতিশ রানার (Nitish Rana) ব্যাটে ভর করে ১০ বল বাকি থাকতেই দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders vs Delhi Capitals) ৷
advertisement
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আন্দ্রে রাসেলের মাঠ ছাড়ার দৃশ্য কেকেআর সমর্থকদের মনে উদ্বেগ তৈরি করেছিল। প্লে-অফের দৌড়ে নিরাপদে টিকে থাকার জন্য শেষ চার ম্যাচের প্রত্যেকটিতে জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে। এই অঙ্কেই মঙ্গলবার মাঠে নেমেছিল মর্গ্যান ব্রিগেড ৷ টস জিতে প্রথমে ফিল্ডিং নিতে এবার আর ভুল করেননি কেকেআর অধিনায়ক অইন মর্গ্যান ৷
advertisement
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রানই করতে পেরেছিল দিল্লি ৷ ফার্গুসন, বরুণ চক্রবর্তী এবং নারিনদের আঁটোসাঁটো বোলিংয়ের জন্য বিশেষ সুবিধা করে উঠতে পারেননি দিল্লির ব্যাটসম্যানরা ৷ ২ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট নেন ফার্গুসন ৷ পাশাপাশি সুনীল নারিন ২টি এবং ভেঙ্কটেশ আইয়ারের ঝুলিতেও এদিন ২টি করে উইকেট ৷
advertisement
টার্গেট খুব একটা বড় না হলেও শারজার স্লো উইকেটে ব্যাট করতে নেমে একসময়ে সমস্যায় পড়েছিল কেকেআরও ৷ ইনিংসের মাঝামাঝি সময়ে পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে নিজেদের কাজটাই কঠিন করে তুলেছিলেন নাইটরা ৷ শেষপর্যন্ত দলকে জেতাতে সফল নীতিশ রানা ৷ ২৭ বলে ৩৬ রান করে শেষপর্যন্ত অপরাজিত থেকে যান তিনি ৷ উইনিং বাউন্ডারিটাও আসে তাঁর ব্যাট থেকেই ৷ রানাকে যোগ্য সঙ্গত দেন সুনীল নারিন ৷ সাত নম্বরে ব্যাট করতে নেমে চালিয়ে খেলে মাত্র ১০ বলে ২১ রান করেন তিনি ৷ মেরেছেন ১টি চার এবং ২টি ছক্কা ৷ এই জয়ের পর এখন লিগ টেবলে চার নম্বরে নাইটরা ৷ ১১ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট ৷ নেট রানরেটও (+০.৩৬৩) আপাতত তাদের যথেষ্ট ভালো ৷ ফলে প্লে অফে ওঠার দারুণ সম্ভাবনা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ৷
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021, KKR vs DC: নীতিশ রানার ব্যাটে ভর করে দিল্লিকে ৩ উইকেটে হারাল কেকেআর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement