Venkatesh Iyer on Sourav Ganguly : সৌরভকে আইডল মানেন নাইটদের নতুন নায়ক
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
KKR Venkatesh Iyer says Sourav Ganguly has influenced him a lot. আমি দাদার একজন বিশাল ভক্ত। বিশ্বে তাঁর কোটি কোটি ভক্ত রয়েছেন। আমি তাঁদেরই একজন বলছেন ভেঙ্কটেশ আইয়ার
মধ্যপ্রদেশের এই ক্রিকেটার ভারতীয় এ দল বা ভারতের বয়সভিত্তিক দলে সুযোগ না পেলেও যে পরিণত ব্যাটিংশৈলী উপহার দিয়েছেন তাতে অভিভূত ধারাভাষ্যকাররাও। ভেঙ্কটেশের প্রশংসা করেছেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। তিনি বলেন, আমাদের দলে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটারের মধ্যে থেকেই ভেঙ্কটেশকে প্রথম একাদশে আনতে আমাদের নানা পরিকল্পনা করতে হয়েছে। যেভাবে দুটি ম্যাচে তিনি ব্যাটিং করেছেন তা অসাধারণ। প্র্যাকটিস ম্যাচগুলিতে ভেঙ্কটেশ যে মেজাজে ব্যাটিং করে থাকেন আইপিএলের ম্যাচেও সেভাবেই খেলছেন।
advertisement
যে আত্মবিশ্বাস নিয়ে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট করলেন দেখে মনে হয়নি আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচ খেলছেন। কলকাতা নাইট রাইডার্সের প্রথম অধিনায়কও ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই কেকেআরে সুযোগ পাওয়া আলাদা তৃপ্তি দিয়েছে ভেঙ্কটেশকে। তাঁর কথায়, সত্যি বলছি যেহেতু কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সে কারণে কেকেআরে সুযোগ পাওয়ারই ইচ্ছা ছিল আমার। ফলে যখন কেকেআর আমাকে দলে নিল তখন তা আমার কাছে ছিল স্বপ্নপূরণ।
advertisement
advertisement
অনেক শুভেচ্ছা, অভিনন্দন, উপহার পেয়েছি। আমি দাদার একজন বিশাল ভক্ত। বিশ্বে তাঁর কোটি কোটি ভক্ত রয়েছেন। আমি তাঁদেরই একজন। আমার ব্যাটিংয়েও দাদারই প্রভাব রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই বাঁ হাতে ব্যাটিং আর ডান হাতে মিডিয়াম পেস বোলিং করেন ভেঙ্কটেশ। তিনি বলেছেন, ছোটবেলায় আমি ডান হাতেই ব্যাটিং করতাম। কিন্তু দাদার খেলা দেখে তাঁকে অনুকরণ করতে করতেই বাঁ হাতে ব্যাটিং শুরু করি।
advertisement
অজান্তে এভাবেই আমার জীবনে বড় ভূমিকা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ভেঙ্কটেশ জানেন ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পেতে গেলে তাঁকে টানা পারফর্ম করে যেতে হবে। দুটো ইনিংস খেলে বিশাল কিছু করে ফেলেছি মনোভাব এলেই বিপদ। ঠান্ডা মাথার ছেলে। আবেগ নিয়ন্ত্রণ করতে জানেন। জানেন বাকি পাঁচটা ম্যাচ রান করে দলকে জোরদার ওপেনিং পার্টনারশিপ উপহার দেওয়া তার দায়িত্ব। সেটাই মাথায় রেখে এগোতে চান।
view commentsLocation :
First Published :
September 24, 2021 2:59 PM IST