Varun with Sachin : সচিনের থেকে বিশেষ টিপস পেলেন বরুণ চক্রবর্তী
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
KKR Varun Chakravarthy receives special message from Sachin Tendulkar. সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কেকেআর তারকা বরুণ সচিন তেন্ডুলকরকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। তলায় লিখেছেন, স্বপ্ন বাস্তবে পরিণত হয়। আজ আমার স্বপ্ন পূর্ণতা পেল
আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন ছেড়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বেছে নিয়েছেন অনেকদিন আগে। কিন্তু পেছনে ফিরে তাকাতে চাননি। দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ানস দলের বিরুদ্ধে উইকেট না পেলেও মাত্র ২২ রান দিয়েছিলেন। টি টোয়েন্টি ফরম্যাটে যেখানে স্পিনারদের ভয়ের মধ্যে থাকতে হয়, সেখানে বরুণ চক্রবর্তীর স্পেল তার আত্মবিশ্বাস এবং কন্ট্রোল সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বরুণ সচিন তেন্ডুলকরকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। তলায় লিখেছেন, স্বপ্ন বাস্তবে পরিণত হয়। আজ আমার স্বপ্ন পূর্ণতা পেল।
advertisement
advertisement
মুম্বই ম্যাচে বড় ব্যবধানে জিতেছে কেকেআর। খেলা শেষে মাঠের ধারে সচিনকে পেয়ে বরুণ নিজেই পরামর্শ নেওয়ার জন্য এগিয়ে যান। সচিন দাঁড়িয়ে পড়ে সময় দেন। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কীভাবে সাফল্য পাওয়া যায়, সেই বিষয়ে টিপস দেন। ফিটনেস এবং মানসিক জোর দুটোই প্রয়োজনীয়, বলেন সচিন। বরুণ স্বপ্নের নায়কের টিপস পেয়ে উচ্ছ্বসিত। আগে কেকেআর এবং পরে ভারতের জার্সিতে নিজেকে উজাড় করে দিতে তৈরি তিনি।
advertisement
কটা উইকেট পেয়েছেন তার থেকেও বেশি খুশি দলের কাজে লাগতে পেরেছেন। হাওয়ায় বলের গতি পরিবর্তন এবং ফ্লাইট দিয়ে ব্যাটসম্যানদের কাজটা কঠিন করে তুলেছিলেন। এবারের আইপিএল-এ আট ম্যাচে ১০ উইকেট নিয়ে কেকেআর বোলারদের মধ্যে যুগ্ম ভাবে শীর্ষে চলে এলেন বরুণ। তবে মেনে নিচ্ছেন দুটো জয় পেয়ে থেমে থাকলে হবে না। বাকি টাকা ছয়টা ম্যাচ জিততে হবে। তবেই একমাত্র প্লে অফ খেলার সুযোগ আসতে পারে। তাই দলের গুরুত্বপূর্ণ বোলার হিসেবে এমন পারফরম্যান্স ধারাবাহিকভাবে করে যেতে চান। বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি পর্যন্ত ম্যাচ হেরে গিয়ে প্রশংসা করে গিয়েছিলেন বরুণের।
Location :
First Published :
September 26, 2021 3:09 AM IST