IPL 2021: KKR-র স্ট্র্যাটেজি, থিঙ্কট্যাঙ্কের প্ল্যানিংয়েই কি বাজিমাত, জানুন সম্ভাব্য একাদশ

Last Updated:

আইপিএলে কেকেআরের স্ট্র্যাটেজি কী হতে চলেছে, কারা থাকবেন প্রথম একাদশে?

#কলকাতা: ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর৷  এবার তাদের প্রথম ম্যাচ ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৷ গত মরশুমে সংযুক্ত আরব আমিরশাহিতে সাত ম্যাচে জিতেছিল নাইট রাইডার্স৷ অন্যদিকে হেরেছিল ৭ টি ম্যাচেই৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানারাইজার্স হায়দরাবাদের সঙ্গে এক পয়েন্ট থাকা সত্বেও প্লে অফের টিকিট পায়নি৷ আইপিএলে-র চতুর্দশ মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন টিম মেম্বাররা৷
KKR এবারের  IPL 2021 -র জন্য আইপিএলে  বৈভব অরোরা, করুণ নায়ার, পবন নেগিস বেঙ্কটেশ আইয়ার, শেল্ডন জ্যাকসনের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের নিয়েছে৷
ওপেনার- গতবার আইপিএলে রাহুল ত্রিপাঠি ও শুভমান গিল ওপেনিং করতেন৷ গিল আইপিএল ২০২০-র পর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্স করেন৷ ক্রিকেটার দারুণ ফর্মে আছেন৷ আইপিএলে ৪৫ ম্যাচ খেলেছেন রাহুল ত্রিপাঠি৷ এঁরা ছাড়াও নিউজিল্যান্ডের ধামাকা পারফরম্যান্স করা টিফ সিফর্টও বিকল্প হতে পারেন৷
advertisement
advertisement
মিডলঅর্ডার-  কেকেআরের কাছে মিডল অর্ডারে নীতিশ রাণা, ইয়ন মর্গ্যান, আর দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন৷ তিন নম্বরে গত বারের মতোই নীতিশ রাণা নামতে পারেন৷ বিজয় হাজারে ট্রফিতে তিনি একটি শতরান ও দুটি অর্ধশতরান করেন৷ চারে ইয়ন মর্গ্যান নামবেন৷ গত মরশুম অভিজ্ঞ দীনেশ কার্তিকের ব্যাটে রান খরা ছিল৷ কিন্তু টিম ম্যানেজমেন্টের আশা এবার তিনি ফর্ম ফিরে পাবেন৷ বিজয় হাজারে ও মুস্তাক আলিতে ভালো পারফর্ম করেছিলেন৷
advertisement
অলরাউন্ডার- কেকেআরের অলরাউন্ডার অপশন বেশ ভালো৷ শাকিব আল হাসান , সুনীল নারিন, আন্দ্রে রাসেল ছাড়া বেন কাটিংও আছেন৷ আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে তিনি কাজে আসতে পারেন৷ বিগ ব্যাশে তিনি ব্যাট হাতে ভালো পারফর্ম করেন৷ ১৩ ইনিংসে ৪০ গড়ে ২৮০ রান করেন৷ কাটিংয়ের স্ট্রাইক রেট ১৫৬ -র বেশি৷ তিনি ১৬ টি ছক্কা মেরেছিলেন৷
advertisement
বোলার- কলকাতার কাছে প্যাট কামিন্সের মতো পেসার আছে৷ যিনি টেস্টে এক নম্বর বোলার৷ এছাড়া মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী স্পিন বিভাগ সামলাতে পারেন৷ গত মরশুমে ১৩ ম্যাচে ১৭ উইকেট নেন৷ চেন্নাইয়ের স্লো পিচে কলকাতা কাজে লাগতে পারবেন অভিজ্ঞ স্পিনার হরভজন সিংয়ের অভিজ্ঞতা৷ ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটেছে প্রসিদ্ধ কৃষ্ণার৷ তিনি প্রথম একাদশে থাকতেই পারেন৷ সন্দীপ ওয়ারিয়র ভারতীয় দলের নেট বোলার ছিলেন৷ তিনিও কেকেআরের একটি ভালো অপশন৷
advertisement
আইপিএল ২০২১ (IPL 2021)  কেকেআরের (KKR) সম্ভাব্য একাদশ  (probable 11)  - রাহুল ত্রিপাঠি, শুভমান গিল, নীতিশ রাণা, ইয়ন মর্গ্যান, শাকিব আল হাসান, দীনেশ কার্তিক, বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্স, সুনীল নারিন/আন্দ্রে রাসেল, শিভম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণা
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: KKR-র স্ট্র্যাটেজি, থিঙ্কট্যাঙ্কের প্ল্যানিংয়েই কি বাজিমাত, জানুন সম্ভাব্য একাদশ
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement