IPL 2021: KKR-র স্ট্র্যাটেজি, থিঙ্কট্যাঙ্কের প্ল্যানিংয়েই কি বাজিমাত, জানুন সম্ভাব্য একাদশ

Last Updated:

আইপিএলে কেকেআরের স্ট্র্যাটেজি কী হতে চলেছে, কারা থাকবেন প্রথম একাদশে?

#কলকাতা: ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর৷  এবার তাদের প্রথম ম্যাচ ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৷ গত মরশুমে সংযুক্ত আরব আমিরশাহিতে সাত ম্যাচে জিতেছিল নাইট রাইডার্স৷ অন্যদিকে হেরেছিল ৭ টি ম্যাচেই৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানারাইজার্স হায়দরাবাদের সঙ্গে এক পয়েন্ট থাকা সত্বেও প্লে অফের টিকিট পায়নি৷ আইপিএলে-র চতুর্দশ মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন টিম মেম্বাররা৷
KKR এবারের  IPL 2021 -র জন্য আইপিএলে  বৈভব অরোরা, করুণ নায়ার, পবন নেগিস বেঙ্কটেশ আইয়ার, শেল্ডন জ্যাকসনের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের নিয়েছে৷
ওপেনার- গতবার আইপিএলে রাহুল ত্রিপাঠি ও শুভমান গিল ওপেনিং করতেন৷ গিল আইপিএল ২০২০-র পর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্স করেন৷ ক্রিকেটার দারুণ ফর্মে আছেন৷ আইপিএলে ৪৫ ম্যাচ খেলেছেন রাহুল ত্রিপাঠি৷ এঁরা ছাড়াও নিউজিল্যান্ডের ধামাকা পারফরম্যান্স করা টিফ সিফর্টও বিকল্প হতে পারেন৷
advertisement
advertisement
মিডলঅর্ডার-  কেকেআরের কাছে মিডল অর্ডারে নীতিশ রাণা, ইয়ন মর্গ্যান, আর দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন৷ তিন নম্বরে গত বারের মতোই নীতিশ রাণা নামতে পারেন৷ বিজয় হাজারে ট্রফিতে তিনি একটি শতরান ও দুটি অর্ধশতরান করেন৷ চারে ইয়ন মর্গ্যান নামবেন৷ গত মরশুম অভিজ্ঞ দীনেশ কার্তিকের ব্যাটে রান খরা ছিল৷ কিন্তু টিম ম্যানেজমেন্টের আশা এবার তিনি ফর্ম ফিরে পাবেন৷ বিজয় হাজারে ও মুস্তাক আলিতে ভালো পারফর্ম করেছিলেন৷
advertisement
অলরাউন্ডার- কেকেআরের অলরাউন্ডার অপশন বেশ ভালো৷ শাকিব আল হাসান , সুনীল নারিন, আন্দ্রে রাসেল ছাড়া বেন কাটিংও আছেন৷ আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে তিনি কাজে আসতে পারেন৷ বিগ ব্যাশে তিনি ব্যাট হাতে ভালো পারফর্ম করেন৷ ১৩ ইনিংসে ৪০ গড়ে ২৮০ রান করেন৷ কাটিংয়ের স্ট্রাইক রেট ১৫৬ -র বেশি৷ তিনি ১৬ টি ছক্কা মেরেছিলেন৷
advertisement
বোলার- কলকাতার কাছে প্যাট কামিন্সের মতো পেসার আছে৷ যিনি টেস্টে এক নম্বর বোলার৷ এছাড়া মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী স্পিন বিভাগ সামলাতে পারেন৷ গত মরশুমে ১৩ ম্যাচে ১৭ উইকেট নেন৷ চেন্নাইয়ের স্লো পিচে কলকাতা কাজে লাগতে পারবেন অভিজ্ঞ স্পিনার হরভজন সিংয়ের অভিজ্ঞতা৷ ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটেছে প্রসিদ্ধ কৃষ্ণার৷ তিনি প্রথম একাদশে থাকতেই পারেন৷ সন্দীপ ওয়ারিয়র ভারতীয় দলের নেট বোলার ছিলেন৷ তিনিও কেকেআরের একটি ভালো অপশন৷
advertisement
আইপিএল ২০২১ (IPL 2021)  কেকেআরের (KKR) সম্ভাব্য একাদশ  (probable 11)  - রাহুল ত্রিপাঠি, শুভমান গিল, নীতিশ রাণা, ইয়ন মর্গ্যান, শাকিব আল হাসান, দীনেশ কার্তিক, বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্স, সুনীল নারিন/আন্দ্রে রাসেল, শিভম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণা
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: KKR-র স্ট্র্যাটেজি, থিঙ্কট্যাঙ্কের প্ল্যানিংয়েই কি বাজিমাত, জানুন সম্ভাব্য একাদশ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement