IPL 2021: পুরো টুর্নামেন্টই এবার মুম্বইতে, মহারাষ্ট্র সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষা

Last Updated:

করোনা ভাইরাসের সংক্রমণে আইপিএলে জোর ঢেউ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আর কোনও ম্যাচই নয়! ফাইনালেও আসতে পারে বদল৷

IPL 2021 may be totally shifted to Mumbai - Photo Courtesy- BCCI
IPL 2021 may be totally shifted to Mumbai - Photo Courtesy- BCCI
#মুম্বই: মুম্বইতে যতদিন ম্যাচ হচ্ছিল ততদিন আইপিএল সুষ্ঠুভাবে আয়োজন হয়েছিল৷ কিন্তু তারপরেই বায়োবাবলের সুরক্ষিত বলয়তেও করোনার হানা৷ আইপিএল কোনওভাবেই বন্ধ করা সম্ভব নয় জানিয়েছিল বোর্ড৷ এবার তারা পুরো টুর্নামেন্টই মুম্বইতে সরিয়ে যেতে তৈরি৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রে (BCCI) জানা গেছে মুম্বইতেই পুরো টুর্নামেন্ট সরিয়ে দিতে চাইছে৷ আহমেদাবাদ ও দিল্লিতে সংক্রমণ ছড়িয়েছে৷ অর্থাৎ কোনও না কোনওভাবে বায়ো বাবল ব্রিচ হয়েছে৷
এইভাবে এগোলে কলকাতার ইডেন গার্ডেন্স ও বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আর আদৌ কোনও ম্যাচ হবে না৷ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস ক্যাম্পে ইতিমধ্যেই সংক্রমণ ছড়িয়েছে, দিল্লিতে ডিডিসিএ-র মাঠকর্মীরা ইতিমধ্যেই সংক্রমিত৷ দিল্লি ও আহমেদাবাদের ম্যাচ আপাতত ৮ তারিখ৷
কেকেআর প্লেয়ার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র কোভিড ১৯ পজিটিভ (Covid-19) হয়েছেন৷  সোমবার থেকে আইপিএলের ম্যাচ ক্রীড়াসূচি স্থগিত হয়েছে৷ ইতিমধ্যেই আহমেদাবাদের কেকেআর বনাম আরসিবি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
দিল্লিতে Delhi and District Cricket Association  পাঁচ জন গ্রাউন্ডস্টাফ পজিটিভ হয়ে গেছেন৷ যাঁরা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তাঁদের আইসোলেট করে রাখা হয়েছে৷ DDCA-র প্রেসিডেন্ট রোহন জেটলি স্বীকার করে নিয়েছেন যাঁরা পজিটিভ তাঁরা আজ কাজে আসছেন না৷
আইপিএলের প্রথম লেগের খেলা চেন্নাই ও মুম্বইতে হয়েছিল৷ এরপর দিল্লি ও আহমেদাবাদে খেলা শুরু হয়েছিল৷ কিন্তু সেই দুই জায়গাতেই সংক্রমণের থাবা৷ আহমেদাবাদ , বেঙ্গালুরু ও কলকাতায় প্লে অফ হওয়ার কথা ছিল৷
advertisement
যদিও কেকেআরে  কোভিড ১৯ (Covid-19) হওয়ার পর অন্য ভ্যেনুতে যাবে তা প্রশ্ন৷ কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর (KKR CEO Venky Mysore) জানিয়েছেন আক্রান্তরা আইসোলেটেড৷ এবং বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র ভালো আছেন৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: পুরো টুর্নামেন্টই এবার মুম্বইতে, মহারাষ্ট্র সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement