IPL 2021: MS Dhoni -র ভয়ে কাঁপছেন বোলাররা, কী বলতে চাইলেন Deepak Chahar

Last Updated:

CSK তে চালাচ্ছেন কি MS Dhoni , IPL 2021 -র আগে সব জানালেন চাহার৷

ipl 2021: deepak chahar reacts to mahendra singh dhoni sixes says bowlers are under pressure- Photo- PTI
ipl 2021: deepak chahar reacts to mahendra singh dhoni sixes says bowlers are under pressure- Photo- PTI
#নয়াদিল্লি : আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (ICC T20 World Cup 2021) দলের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি  (MS Dhoni), এই মুহূর্তে তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে  (UAE) ছক্কা হাঁকিয়ে হাঁকিয়ে বোলারদের হাল বেহাল করে দিচ্ছেন! আইপিএল ২০২১ এ (IPL 2021) দ্বিতীয় পর্বে -র প্রস্তুতিতে ব্যস্ত সব দলগুলিই৷ চেন্নাই সুপার কিংস নিজের অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে৷ ভারতীয় দলের বোলার দীপক চাহার (Deepak Chahar) সিএসকে অনুশীলনের সিক্রেট আউট করেছেন৷ তিনি দলের স্টার ক্রিকেটারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন৷
সিএসকে-র জার্সিতে এবারের আইপিলের প্রথম পর্বে বল হাতা দারুণ পারফরম্যান্স ছিল দীপক চাহারের৷ তাঁর পারফরম্যান্স দারুণ প্রশংসিতও হয়৷ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন  আইপিএলের দ্বিতীয় পর্বেও শানদার পারফরম্যান্স বজায় রাখবে এমনটাই আশা করছে ওয়াকিবহাল মহল৷ সিএসকে-র সদ্য প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে মাহি কীভাবে বোলারদের নাজেহাল করছেন৷
advertisement
advertisement
ধোনির ছক্কা একেবারে মাঠের বাইরে পৌঁছে যাচ্ছে৷ নেটে ধোনি -র ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে দীপক চাহার জানিয়েছেন সিএসকে-র জোরে বোলারদের একেবারে চাপে রেখেছেন তিনি৷ তিনি জানিয়েছেন সিএসকে অধিনায়ক অনুশীলনের সময় বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন৷ তিনি বলেছেন, ‘‘মাহি ভাই লম্বা লম্বা ছক্কা মারছে, শুধু মাহি ভাইই নয়, সকলেই লম্বা লম্বা ছক্কা মারছেন৷ সমস্ত বোলার চাপে৷’’
advertisement
ক্রিকেট দুনিয়ার সর্বকালীন তারকাদের মধ্যে মহেন্দ্র সিং ধোনি নিঃসন্দেহে আছেন৷ এই পর্বে খেলে ফের একবার বাইশ গজে ফিরবেন তিনি৷ সিএসকে-কে তিনবার খেতাব দেওয়া মাহি এর ঠিক পরেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় দলের সঙ্গেই থাকবেন৷ তিনি মেন্টর হওয়ার অফার নেওয়ায় দারুণ খুশি ভারতীয় ক্রিকেট বোর্ড৷
advertisement
সংযুক্ত আরব আমিরশাহিতে ও ওমানে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে যোগ দেওয়ার আগে মিলিয়ন ডলার ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে ব্যাট হাতে মাঠ কাঁপাবেন ধোনি৷ ধোনির নেতৃত্বাধীন সিএসকে ১৯ সেপ্টেম্বরে দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের আইপিএল খেলা শুরু করবেন৷ প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ খেতাব রক্ষার লডা়ইতে নামা মুম্বই ইন্ডিয়ান্স৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: MS Dhoni -র ভয়ে কাঁপছেন বোলাররা, কী বলতে চাইলেন Deepak Chahar
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement