#মুম্বাই: দেশের মাটিতে ফিরেছে আইপিএল। কিন্তু শুনতে অদ্ভুত হলেও সত্যি, এবার হোম অ্যাডভান্টেজ পাবে না কোনও দল। চেন্নাই নিজেদের প্রথম পাঁচটি ম্যাচ খেলবে মুম্বাইতে। তারপর কিছু বেঙ্গালুরু এবং কলকাতায়। তাই মুম্বাইয়ের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ইতিমধ্যেই বাণিজ্য নগরীর দিকে রওনা দিয়েছে চেন্নাই দল। সুরেশ রায়না আগেই পৌঁছে গিয়েছেন মুম্বাই। দিন তিনেক নিভৃতবাস পর্ব কাটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
চেন্নাইয়ের মাঠে শেষ কয়েকদিন ধরে অনুশীলন করছিলেন মহেন্দ্র সিং ধোনি, অম্বতি রাইডু, ঋতুরাজ গায়কোয়াড়দের মত ক্রিকেটাররা। কিন্তু যেহেতু মুম্বাইতে প্রথম ম্যাচ খেলতে হবে তাই সময় নষ্ট না করে আরব সাগরের ধারে পৌঁছে গিয়েছে হলুদ জার্সিধারীরা। গতবার আইপিএলে সপ্তম স্থানে শেষ করেছিল চেন্নাই। নিজেদের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক পরিসংখ্যান। প্রথমবার প্লে অফ খেলা থেকে বঞ্চিত হতে হয়েছিল।
অনেকেই ভেবেছিলেন চেন্নাইয়ের জার্সিতে মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম দেখে ফেলেছেন। মাহির উত্তর ছিল "ডেফিনেটলি নট"। এবার নিলামে ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি এবং কৃষ্ণাপা গৌতমকে নিয়েছে চেন্নাই। বিদেশিদের মধ্যে স্যাম কারান, দু প্লসি, ইমরান তাহির, হ্যাজেলউড রয়েছেন। রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর অল রাউন্ড এবিলিটি সম্পন্ন ক্রিকেটার। চেন্নাই এবার মরিয়া থাকবে নিজেদের ভক্তদের জন্য সেরা ক্রিকেট উপহার দিতে।
ভারতীয় সেনাদের সম্মান জানিয়ে বিশেষ ধরণের জার্সি উন্মোচন করেছেন মহেন্দ্র সিং ধোনি। গতবার আরব আমিরশাহীতে গিয়েও মাঝপথে দেশে ফিরে এসেছিলেন রায়না। বিতর্ক দানা বেঁধেছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেও রায়নার ওপর অগাধ আস্থা ধোনির। তাই টিম ম্যানেজমেন্ট রায়নাকে না রাখতে চাইলেও ধোনির কথায় রাখতে হয়েছে।
বাইশ গজে রায়না আগের ঝলক দেখাতে পারেন কিনা সেটাই দেখার। মজার ব্যাপার এবারও প্রথম তিন দলের মধ্যে ক্রিকেট পণ্ডিতরা রাখছেন না ধোনির দলকে। কিন্তু পরিসংখ্যান আর কবে গুরুত্ব পেয়েছে মহেন্দ্র সিং ধোনির কাছে? যিনি বরাবর নতুন ইতিহাস রচনা করে এসেছেন তাঁর কাছে পরিসংখ্যানের কচকচানি নেহাতই মূল্যহীন।