স্টেইনকে একহাত নিলেন অজিঙ্ক রাহানে, আইপিএল নিয়ে বললেন কড়া সত্যি

Last Updated:

কোমর বেঁধে ঝগড়ায় নামলেন ‘ভালো মানুষ’ অজিঙ্ক রাহানে ...

#আহমেদাবাদ: প্রেটিয়া পেসার ডেল স্টেইনের (Dale Steyn) সঙ্গে কোমর বেঁধে ঝগড়ায় নামলেন ‘ভালো মানুষ’ অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)৷ ভালো মানুষ বিশেষণের কারণ তিনি বেশ ঠাণ্ডা মাথার, মাঠে বা মাঠের বাইরে কোথাওই বিশেষ উত্তেজনার বাহ্যিক প্রকাশ ঘটান না৷ বরং যা দেখান তা মাঠের পারফরম্যান্সে ৷ তিনি এবারে আইপিএল নিয়ে সম্মুখ যুদ্ধে নামলেন ডেল স্টেইনের বিরুদ্ধে৷ দক্ষিণ আফ্রিকার তারকা পেসার আইপিএলে (Indian Premier League) ক্রিকেটের জোর দেওয়ার বিষয়টি নিয়ে মন্তব্য করেছিলেন৷
স্টেইনের মন্তব্যের পাল্টা দিলেন ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে৷ চতুর্থ টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে স্টেইনের বয়ানের কাউন্টার করেন৷ প্রথমে তিনি বলেন,‘‘ চতুর্থ টেস্ট নিয়ে কথা বলতে এসেছি, পাকিস্তান সুপার লিগ ( Pakistan Super League) ও লঙ্কা প্রিমিয়ার লিগ (Lanka Premier League) নিয়ে কথা বলতে আসিনি৷ ’’ তিনি আরও বলেন, ‘‘আইপিএল ক্রিকেটারদের এমন একটা মঞ্চ দেয় যেখানে সকলে নিজেকে আরও উজ্জ্বল করে তুলতে পারে৷ এখানে অনেক ক্রিকেটার সুযোগ পেয়েছেন যাঁরা আজকে নিজেদের আরও উন্নত করছে৷ ’’
advertisement
ডেল স্টেইন মন্তব্য করেছিলেন আইপিএলের থেকে পিএসএলে ক্রিকেটেরবিষয়ে বেশি গুরুত্ব দেয়৷ পিএসএলে এ মরশুমে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন৷ তিনি বলেছেন, ‘‘আইপিএলে যখন খেলা হয় তখন সেখানে এত বড় নাম যে তাদের রোজগারের দিকেই নজর দেওয়া হয়৷ এতে ক্রিকেটকে ভুলে যাওয়া হয়৷ কিন্তু যদি পিএসএল বা লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেন তাহলে আপনার পুরো ফোকাস ক্রিকেটেই থাকে৷ আমি পিএসএলে খেলছি৷ আমার কাছে লোক আসে আর শুধু ক্রিকেট নিয়েই কথা হয়৷ ’’
advertisement
advertisement
তাঁর সাফ কথা এতে ক্রিকেটাররা ক্রিকেটের বিষয়টি ভুলে যান৷ স্টেইন বলেছেন আইপিএল নিয়ে যখন তিনি খেলতে যান তখন সকলে নাকি তাঁকে জিজ্ঞাসা করেন এই মরশুমে কত টাকা পেলেন৷ তিনি জানিয়েছেন তিনি এর থেকে দূরে থাকতে চান আর ক্রিকেটেই ফোকাস করতে চান৷ তাই এবারের নিলামে নাম লেখাননি বলেও দাবি করেছেন প্রোটিয়া পেসার৷
advertisement
আইপিএল-এ ১১ মরশুম খেলেছেন ডেল স্টেইন৷ তিনি ৯৫ ম্যাচে ৯৭ উইকেটের মালিক৷ ৮ রান দিয়ে ৩ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স৷ গত মরশুমে মাত্র তিনটি ম্যাচে তাঁকে খেলতে দেওয়া হয়েছিল৷ শেষ তিন মরশুমে মাত্র ৬ টি ম্যাচে খেলেছেন তিনি৷ ২০১৩ সালে সবচেয়ে বেশি ১৭ টি ম্যাচ খেলেছেন তিনি৷ তিনি গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেছিলেন৷ দল তাঁকে ধরে রাখেনি ৷ তবে স্টেইন নিলামে নাম লেখাতে পারতেন কিন্তু তিনি আর নাম লেখাননি৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
স্টেইনকে একহাত নিলেন অজিঙ্ক রাহানে, আইপিএল নিয়ে বললেন কড়া সত্যি
Next Article
advertisement
'বার বার কেন মাইক বিভ্রাট, অন্তর্ঘাত নয় তো?' নেতাজি ইন্ডোরে বক্তব্য থামালেন ক্ষুব্ধ মমতা
'বার বার কেন মাইক বিভ্রাট, অন্তর্ঘাত নয় তো?' নেতাজি ইন্ডোরে বক্তব্য থামালেন ক্ষুব্ধ মমতা
  • নেতাজি ইন্ডোরে সভায় মাইক বিভ্রাটে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করেন

  • ভোটার তালিকা সংশোধনে অস্পষ্টতা, ৫৮ লক্ষ নাম বাদ পড়া ও আরও দেড় কোটি বাদ দেওয়ার অভিযোগ তোলেন

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা ও সতর্ক বার্তা দেন মমতা

VIEW MORE
advertisement
advertisement