• Home
 • »
 • News
 • »
 • ipl
 • »
 • IPL 2021: বউয়ের সঙ্গে বাগানে কী করছেন হার্দিক, পোস্ট করলেন ভাইরাল ভিডিও

IPL 2021: বউয়ের সঙ্গে বাগানে কী করছেন হার্দিক, পোস্ট করলেন ভাইরাল ভিডিও

হার্দিক ও নাতাশা- Photo Courtesy- Hardik Pandya/Instagram

হার্দিক ও নাতাশা- Photo Courtesy- Hardik Pandya/Instagram

ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা দারুণ খুশি

 • Share this:

  #মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি তারকা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) যখন মাঠে থাকেন না তখন অনেকটাই সোশ্যাল মিডিয়ায় থাকে৷ বিভিন্ন সময় নিজের ও পরিবারের সদস্যদের ফটো , ভিডিও শেয়ার করেন পান্ডিয়া৷ আর এই সব কিছুর জন্যেই তিনি নেটিজেনদের মধ্যে খুবই পপুলার৷ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর এবার তাঁকে দেখা যাবে আইপিএল খেলতে৷

  এই মুহূ্র্তে তিনি তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে একটি মজার ভিডিও (Viral Video) পোস্ট করেছেন৷ হোলি হয়ে গেছে তিনি ব্যস্ত রয়েছেন পাওরি হোরি-খেলতে! নাতাশা ও হার্দিক পাওরি হোরি খেলার যে ভিডিও পোস্ট করেছেন তা দেখে হেসে খুন ফ্যানরা৷

  ভিডিওতে তিনি বলেছেন , ‘এটা নেটস, এটা আমি আর এই আমাদের বাগান আর ওখানে পার্টি চলছে৷ ’- পরিষ্কার দেখা যাচ্ছে হার্দিকের বাগানের টেবলে কাকদের একটা দল এসে বসে রয়েছে৷  হার্দিক ও নাতাশা একসঙ্গে বাগানে দাঁড়িয়ে রয়েছেন৷ এই মজার ভিডিও দ্রুতগতিতে ভাইরাল হচ্ছে৷ ইতিমধ্যেই প্রায় দশ লক্ষ ভিউ হয়ে গেছে ভিডিওটির৷ লাইকের সংখ্যাও প্রায় আট লক্ষ৷ কমেন্টও করছেন প্রচুর৷

  ইংল্যান্ডের বিরুদ্ধে  টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ  জয়ের পর পান্ডিয়া এই মুহূর্তে আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত৷ পান্ডিয়া বুধবার জসপ্রীত বুমরাহের সঙ্গে চেন্নাই পৌঁছেছে৷ পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্স দলের গুরুত্বপূর্ণ অংশ৷ আইপিএল -র ১৪ তম মরশুমে প্রথম খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ৯ এপ্রিল খেলা হবে৷

  ২০২১ আইপিএলের (IPL 2021)  জন্য মুম্বই ইন্ডিয়ান্সের পুরো দল (Mumbai Indians Full Squad) - রোহিত শর্মা, আদিত্য তারে, অনমোলপ্রীত সিং, ধবল কুলকার্নি, হার্দিক পান্ডিয়া, ইশান কিশান, জসপ্রীত বুমরাহ, জয়ন্ত যাদব, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডি কক, রাহুল চাহার, সূর্যকুমার যাদব, ট্রেন্ট বোল্ট, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি, মহসিন খান, এডম মিত্নে, নাথন কুল্টিয়র, পীযূষ চাওলা, মার্কো জেন্সন, যুদ্ধবীর সিং, জেমস নিসম, অর্জুন তেন্ডুলকর৷

  Published by:Debalina Datta
  First published: