Glen Maxwell: আইপিএলের আগে ঝড় 'ম্যাড ম্যাক্সের' ব্যাটে

Last Updated:

জিমি নিশামের এক ওভারে আঠাশ রান তোলেন তিনি। তাঁর শটে ভেঙে যায় গ্যালারির চেয়ার

কথায় বলে 'ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট'। জাত ক্রিকেটারদের নিয়ে ভবিষ্যৎবাণী চলে না। কখন, কীভাবে তাঁরা কামব্যাক করবে কেউ জানে না। যেমন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার গত বছর কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে মোটেই ভাল পারফর্ম করতে পারেননি। প্রচুর টাকা দিয়ে কিনেও সার্ভিস পায়নি দল। তাই এবার তিনি দল পাবেন কিনা প্রশ্ন ছিল।শেষপর্যন্ত চোদ্দো কোটি পঁচিশ লাখে তাঁকে তুলে নেয় বিরাট কোহলির দল। খারাপ প্রদর্শনের পর বীরেন্দ্র সেওয়াগের মত প্রাক্তন ক্রিকেটাররা 'দামি চিয়ারলিডার' বলে ঠাট্টা করতেও ছাড়েননি।
advertisement
কিন্তু ম্যাক্সওয়েল এদিন ব্যাট হাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যা খেললেন তাতে বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজি দলের রাতের ঘুম ভাল হবে।একত্রিশ বলে সত্তর রানের মারকাটারি ইনিংস খেলেন 'ম্যাড ম্যাক্স'। জিমি নিশামের এক ওভারে আঠাশ রান তোলেন তিনি। তাঁর শটে ভেঙে যায় গ্যালারির চেয়ার। বুঝিয়ে দিলেন সঠিক সময়ে জ্বলে উঠতে জানেন। টি টোয়েন্টি সিরিজে প্রথম দুটো ম্যাচ হারের পর আজ প্রথম জয় পেল অস্ট্রেলিয়া।
advertisement
advertisement
ম্যাক্সওয়েল কয়েকদিন আগেই জানিয়েছিলেন বিরাট কোহলির থেকে ক্রিকেটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখতে চান তিনি। পাশাপাশি অধিনায়কত্বের গুণ সম্পর্কেও বিরাটের থেকে ইনপুট নেবেন জানিয়েছিলেন এই মারকুটে ব্যাটসম্যান। নিজেকে শুধু ব্যাটসম্যান নয়, কাজ চালিয়ে দেওয়ার মত অফ স্পিনার হিসেবে দেখতে পছন্দ করেন 'ম্যাড ম্যাক্স'। আইপিএলে এবার তিনি সফল  হবেন কিনা তার উত্তর দেবে একমাত্র সময়।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
Glen Maxwell: আইপিএলের আগে ঝড় 'ম্যাড ম্যাক্সের' ব্যাটে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement