#দুবাই: চেন্নাই সুপার কিংস দলের বিরুদ্ধে কে এল রাহুলের অনবদ্য ব্যাটিংয়ে মুগ্ধ গৌতম গম্ভীর। কেকেআরের প্রাক্তন অধিনায়ক জানিয়েছে রাহুল নিজের আসল পরিচয় দেখিয়েছে মহেন্দ্র সিং ধোনির দলের বিপক্ষে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা আধুনিক ক্রিকেটের অন্যতম দুই সেরা ব্যাটসম্যান। সব রকম ফরম্যাটে সফল। গৌতম খোলাখুলি জানিয়েছেন সিনিয়র দুই ব্যাটারের থেকে রাহুলের হাতে বেশি শট আছে। যেসব শট চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে খেলেছেন তিনি, সেসব শট রোহিত এবং বিরাটকেও খেলতে দেখা যায়নি।
গৌতম মনে করেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে রাহুল নিজেকে সম্পূর্ণরূপে মেলে ধরবে। কে এল রাহুল একাই হারিয়ে দিয়েছিলেন চেন্নাইকে। ৪২ বলে করলেন ৯৮ রান। অল্পের জন্য সেঞ্চুরি ফস্কে গেল পঞ্জাবের ক্যাপ্টেনের। এই ম্যাচে জিতলে এক নম্বরে উঠে আসতে পারত চেন্নাই। কিন্তু পঞ্জাব চেন্নাইকে হেলায় হারিয়ে দিয়েছিল। সেঞ্চুরির সামনে ছিলেন রাহুল। তবে ৯৮-তেই থামতে হল তাঁকে। শার্দুল ঠাকুরের ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে ম্যাচ জেতান পঞ্জাব অধিনায়ক।
আরও পড়ুন - Shakib vs Russell : রাসেল ফিট হলেও সাকিবকে দলে রাখার ভাবনায় ব্রেন্ডন ম্যাককালাম
শুরু থেকেই দারুন আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করছিলেন তিনি। চেন্নাইয়ের বোলারদের ৭টি চার ও ৮টি ছক্কা মেরেছিলেন রাহুল। গৌতম গম্ভীর মনে করেন ভারতের হয়ে ইংল্যান্ড সফরে যে আত্মবিশ্বাসের সঙ্গে লর্ডস টেস্টে শতরান করেছিলেন বেঙ্গালুরুর এই ক্রিকেটার, তারপর থেকে তার আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গিয়েছে। টেস্ট ক্রিকেটে অত ভাল পারফর্ম করার পর টি টোয়েন্টি ফরম্যাটে রান করা রাহুলের কাছে অনেক সহজ হয়ে গিয়েছে।
তাছাড়া জীবনের সেরা ছন্দে আছেন তিনি। এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার হওয়ার ক্ষমতা রয়েছে কে এল রাহুলের, পরিষ্কার জানাচ্ছেন গৌতম গম্ভীর। তাছাড়া ঠান্ডা মানসিকতা রাহুলের বড় সম্পদ। গৌতম আশাবাদী আইপিএলের দুরন্ত ফর্ম রাহুল টি টোয়েন্টি বিশ্বকাপেও বজায় রাখবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gautam Gambhir, IPL 2021, KL Rahul