IPL 2021: Corona আক্রান্ত ক্রিকেটারদের নিয়ে হতে পারে প্রথম একাদশ! দেখুন সেই টিম
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এমনকী কোচও করোনায় আক্রান্ত হয়েছেন।
#আহমেদাবাদ: অনেক চেষ্টা করেছিল বিসিসিআই। কিন্তু শেষ পর্যন্ত আইপিএল বন্ধ করতেই হল। একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। অর্থাৎ আইপিএলের জৈব সুরক্ষা বলয় ফাঁক-ফোকর ছিল। বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল এমার্জেন্সি মিটিংয়ের পর টুর্নামেন্ট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এখনও পর্যন্ত আইপিএলে ২৯ টি ম্যাচ হয়েছে। তবে ফাইনাল সমেত আরও একটি ম্যাচ বাকি ছিল। টুর্নামেন্ট আপাতত স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ পরবর্তীকালে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের এই জায়গা থেকেই আইপিএল ফের শুরু হতে পারে। তবে আপাতত এই ব্যাপারে পাকাপাকি কিছুই জানাচ্ছে না বিসিসিআই।
গত কয়েকদিন ধরেই আইপিএল বন্ধের দাবি উঠেছিল। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। অক্সিজেন, ভ্যাকসিন-এর অভাবে নাজেহাল অবস্থা বহু মানুষের। এমন পরিস্থিতিতে আইপিএলের টাকা স্বাস্থ্য খাতে খরচ করার দাবিও তুলেছিলেন অনেকেই। তার ওপর অস্ট্রেলিয়ার একের পর এক তারকা আইপিএল ছাড়ার পর পরিস্থিতি আরো জটিল হয়ে দাঁড়ায়। এমনকী ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন টুর্নামেন্ট ছেড়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। আইপিএল ছাড়ার কথা ঘোষণা করেন আম্পায়ার নীতিন মেননও। পরিস্থিতি সব দিক থেকে প্রতিকূল ছিল।
advertisement
আরসিবির দেবদত্ত পাডিক্কেল, দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল আগেই করেনা আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁরা সুস্থ হয়ে ফিরে এসে টুর্নামেন্টে যোগ দেন। গত কয়েকদিনে কেকেআর, সানরাইজার্স হায়দরাবাদের একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। যার জেরে সোমবার কেকেআর বনাম আরসিবি ম্যাচও বাতিল হয়। শেষ পর্যন্ত আইপিএল স্থগিত রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। আইপিএলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এমনকী কোচও করোনায় আক্রান্ত হয়েছেন। সেই নিরিখে এবারের আইপিএলে করোনা আক্রান্তদের নিয়ে একটি কাল্পনিক দল তৈরি করা যায়। সেই দল হতে পারে এরকম-
advertisement
advertisement
বরুণ চক্রবর্তী (কেকেআর), সন্দীপ ওয়ারিয়র (কেকেআর), নীতিশ রানা (কেকেআর) দেবদত্ত পাডিক্কেল (আরসিবি), অক্ষর প্যাটেল (দিল্লি ক্যাপিটালস), এনরিচ নর্জে (দিল্লি ক্যাপিটালস), ড্যানিয়েল সেমস (আরসিবি), অমিত মিশ্রা (দিল্লি ক্যাপিটালস), ঋদ্ধিমান সাহা (সানরাইজার্স হায়দ্রাবাদ), লক্ষ্মীপতি বালাজি (কোচ), (সিএসকে), কিরন মোরে (কোচ) (মুম্বই ইন্ডিয়ান্স)।
view commentsLocation :
First Published :
May 04, 2021 7:58 PM IST