IPL 2021: সামান্য টাকার জন্য জীবনের ঝুঁকি স্মিথের!
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
অল্প টাকার জন্য স্মিথ কেন ভারতে পড়ে আছেন তা বুঝতে পারছেন না মার্ক টেলর, বেশ অবাক তিনি
গত তিন ম্যাচে খেলেছেন। কিন্তু এই অল্প টাকার জন্য স্মিথ কেন ভারতে পড়ে আছেন তা বুঝতে পারছেন না মার্ক টেলর। বলেছেন, “স্মিথ ওর চুক্তিতে মাত্র সাড়ে তিন লক্ষ ডলার পাচ্ছে, যা ওর জন্য একেবারেই উপযুক্ত নয়। তা সত্ত্বেও ওর খেলে যাওয়ার সিদ্ধান্তে আমি অবাক।” টেলর তুলে এনেছেন কেকেআর-এর পেসার প্যাট কামিন্সের প্রসঙ্গ। বলেছেন, “প্যাট কামিন্সের কথা তাও মানা যায়। ও প্রায় ১৫.৫ কোটি টাকা পাচ্ছে। ছয় সপ্তাহের ক্রিকেটের জন্য অনেকটাই টাকা। কিন্তু বাকি এতজনকে আইপিএল খেলতে দেখে আমার অবাক লাগছে।”
advertisement
তবে টেলর কী বলছেন বড় কথা নয়। স্মিথ নিজে কী ভাবছেন সেটাই আসল। টাকার অঙ্ক কম হলেও আইপিএল খেলার হাতছানি মিস করতে চান না বড় ক্রিকেটাররা। চেনা ছকের বাইরে কীভাবে যাবেন তিনি? অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত থেকে ফেরানোর বিশেষ বিমান দেবে না অস্ট্রেলিয়ান সরকার। টেলর মনে করেন এই সিদ্ধান্ত একেবারে সঠিক। কিন্তু ভারত থেকে দেশে ফিরলে জেল, সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি।
advertisement
Location :
First Published :
May 03, 2021 11:05 PM IST