#আবুধাবি: টসে হেরে আগে ব্যাট করে দিল্লির সামনে জয়ের জন্য ১৬৩ রানের টার্গেট রাখল হায়দরাবাদ৷ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে ডেভিড ওয়ার্নারের দল৷
আগের দু' ম্যাচের ব্যর্থতা কাটিয়ে এ দিন অবশ্য ওপেনিং জুটিতে বড় রান তোলে ডেভিড ওয়ার্নার- জনি বেয়ারস্টো জুটি৷ প্রথম উইকেটে ৭৭ রান তোলেন তারা৷ তবে ডেভিড ওয়ার্নার যখন বিপজ্জনক লাগতে শুরু করেছে, তখনই তাঁকে ফিরিয়ে দেন অমিত মিশ্র৷ ৩৩ বলে ৪৫ রান করেন সানরাইজার্স অধিনায়ক৷ তিন নম্বরে নামা মনীশ পান্ডেকেও দ্রুত ফিরিয়ে দেন অমিত৷ অর্ধশতরান করেন জনি বেয়ারস্টো৷ ৪৭ বলে ৫৩ করেন তিনি৷
FIFTY!
A fighting half-century for @jbairstow21. His 4th in IPL. Live - https://t.co/doLGBBdMRq #Dream11IPL #DCvSRH pic.twitter.com/A1mpqjWrLS — IndianPremierLeague (@IPL) September 29, 2020
তবে এ দিনই প্রথম এগারোয় সুযোগ পেয়ে ফের একবার নিজের জাত চেনালেন কেন উইলিয়ামসন৷ প্রথম দু' ম্যাচে তাঁকে বাইরে রেখেই দল সাজিয়েছিল হায়দরাবাদ৷ এ দিন অবশ্য সেই ভুল করেনি তারা৷ দলে ফিরেই দুর্দান্ত ব্যাটিং করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক৷২৬ বলে ৪১ রান করেন তিনি৷
আইপিএল-এর প্রথম দু' ম্যাচে হেরে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে হায়দরাবাদ৷ দিল্লির শক্তিশালী ব্যাটিংকে থামিয়ে দলকে এবারের আইপিএল-এ রশিদ খান, ভুবনেশ্বর কুমাররা প্রথমবার দলকে ২ উইকেট এনে দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার৷ এবারের আইপিএল-এ পর পর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে দিল্লি ক্যাপিটালস৷ অন্যদিকে দু'টি ম্যাচেই হেরে জয়ে ফিরতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ৷ পয়েন্ট তালিকায় একেবারে নীচে রয়েছে তারা৷
দিল্লির হয়ে এ দিনও বল হাতে সবথেকে সফল কাগিসো রাবাডা৷ ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি৷ ৩৫ রানে ২ উইকেট নেন অমিত মিশ্রও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: DC vs SRH, Delhi Capitals, IPL 2020, Sunrisers Hyderabad