IPL 2021: দীর্ঘ ৭ বছরের অপেক্ষার অবসান! উচ্ছ্বসিত পূজারা

Last Updated:

নতুন বছরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দলে নিয়েছে তাঁকে। টাকার পরিমাণ মাত্র ৫০ লাখ

শেষবার ২০১৪ সালে পঞ্জাবের হয়ে আইপিএল খেলেছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্স দলের বিপক্ষে ওয়াংখেড়েতে খেলেছিলেন শেষ ম্যাচ। তারপর নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কিন্তু তাঁর ওপর ভরসা করতে পারেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। আঘাত পেয়েছিলেন যখন নিজের শহরের দল গুজরাট লায়ন্স তাঁকে দলে নেয়নি। কিন্তু পেছনে ফিরে তাকাতে ভালোবাসেন না। নতুন বছরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দলে নিয়েছে তাঁকে। টাকার পরিমাণ মাত্র ৫০ লাখ। কিন্তু পূজারা মনে করেন টাকার থেকেও আবার আইপিএলের সংসারে ফিরে আসা তাঁর কাছে বেশি স্বস্তিদায়ক।
advertisement
যদি হলুদ জার্সিতে নজর কাড়তে পারেন তাহলে ভবিষ্যতে অন্য ফ্র্যাঞ্চাইজি তাঁর কথা ভাববে। সৌরাষ্ট্রের ব্যাটসম্যান জানিয়েছেন দলের স্বার্থে যে কোনও পজিশনে ব্যাট করতে রাজি তিনি। অনুশীলনে আক্রমনাত্মক ক্রিকেট খেলা রপ্ত করার চেষ্টা করছেন। তাঁর প্রথম আইপিএল দল ছিল কেকেআর। মাঝে কিছুদিন আরসিবির হয়েও খেলেছেন। শেষবার গায়ে ছিল পঞ্জাবের জার্সি। এবার অবশ্য নতুন চ্যালেঞ্জ।
advertisement
advertisement
বাইশ গজে যেমন বুক চিতিয়ে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করেন, আইপিএলের রঙিন দুনিয়ায় সেরকমই চোয়াল চাপা লড়াইয়ের প্রস্তুতি নিয়েই নামবেন পূজারা। দল তাঁকে ভরসা করে সুযোগ দিয়েছে, সেই বিশ্বাসের মর্যাদা দিতে চান তিনি। পাশাপাশি ক্রিকেটের এই ফরম্যাটে তিনি অচল, এই ধারণাটা বদলে দিতে চেষ্টার কসুর করবেন না ভারতীয় ক্রিকেটের ' নতুন দেওয়াল' । অনেক সমালোচনার জবাব অপেক্ষা করছে তাঁর ব্যাটে।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: দীর্ঘ ৭ বছরের অপেক্ষার অবসান! উচ্ছ্বসিত পূজারা
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement