হোম /খবর /খেলা /
আজ চেন্নাইয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ, নাইটদের প্লে অফে ওঠার অঙ্কটা কী ?

CSK vs KKR Preview: আজ চেন্নাইয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ, নাইটদের প্লে অফে ওঠার অঙ্কটা কী ?

শেষ আইপিএলে দীনেশ কার্তিকের ফর্ম নিয়ে বার বার প্রশ্ন ওঠে৷ টুর্নামেন্টের মাঝেই তাঁকে সরিয়ে দলের অধিনায়ক করা হয় মরগ্যানকে৷ ফলে এবারের আইপিএলে তাঁকে কেকেআর ধরে রাখবে কি না, তা নিয়ে সংশয় ছিল৷ Photo Courtesy: KKR/Twitter

শেষ আইপিএলে দীনেশ কার্তিকের ফর্ম নিয়ে বার বার প্রশ্ন ওঠে৷ টুর্নামেন্টের মাঝেই তাঁকে সরিয়ে দলের অধিনায়ক করা হয় মরগ্যানকে৷ ফলে এবারের আইপিএলে তাঁকে কেকেআর ধরে রাখবে কি না, তা নিয়ে সংশয় ছিল৷ Photo Courtesy: KKR/Twitter

বর্তমানে নাইটদের সংগ্রহে ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট।

  • Last Updated :
  • Share this:

#দুবাই: মরু দেশে টুর্নামেন্ট এখন শেষের পথে ৷ আজ, বৃহস্পতিবার দুবাইয়ে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ৷ আজকের ম্যাচটা ধরলে কেকেআরের বাকি আর মাত্র দুটি ম্যাচ ৷ নাইটদের প্রতিপক্ষ সিএসকের হারানোর কিছু নেই ৷ প্লে অফে ওঠার দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে তারা ৷ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আগেই জানিয়েছিলেন, শেষ ম্যাচগুলি জিতে টুর্নামেন্টের শেষটা অন্তত ভালভাবে করতে মরিয়া সিএসকে ৷ কিন্তু অন্যদিকে নাইটদের এখনও প্লে অফে ওঠার সম্ভাবনা রয়েছে ৷

Photo Courtesy: IPLT20.com/BCCI Photo Courtesy: IPLT20.com/BCCI

নাইটদের সামনে তাই এই লড়াই একেবারে মরণ-বাঁচনের। হারলে প্লে-অফে যাওয়ার আর কোনও রাস্তা হয়তো খোলা থাকবে না ইয়ন মর্গ্যানের দলের। বর্তমানে নাইটদের সংগ্রহে ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট। প্লে-অফে ওঠার জন্য শেষ দু’ম্যাচ জিততেই হবে বড় ব্যবধানে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে কিংস ইলেভেন পঞ্জাব ও সানরাইজ়ার্স হায়দরাবাদের দিকে। নাইটদের চিন্তায় রাখছে নেট রান রেটও ৷ মর্গ্যানদের থেকে নেট রান রেটে এগিয়ে রয়েছে পঞ্জাব এবং হায়দরাবাদ ৷ তাই প্লে অফে উঠতে শুধু ম্যাচ জিতলেই হবে না ৷ সেইসঙ্গে বেশি ব্যবধানে জিতে নেট রান রেটেও উন্নতি করতে হবে কেকেআরকে ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: IPL 2020, Kkr