IPL 2021: কোহলির মনোভাব নিয়ে বিরক্ত ভারতীয় বোর্ড
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
আইপিএল টুর্নামেন্টও গায়ে গায়ে ম্যাচ খেলতে হবে। সেটা নিয়ে কেন অভিযোগ নেই বিরাটের?
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন ভারত অধিনায়কের জানা উচিত ছিল করোনার জন্য বাধ্য হয়ে বিসিসিআইকে এরকম ক্রীড়াসূচি তৈরি করতে হয়েছিল। পাশাপাশি বোর্ড মেনে নিয়েছে বিরাটের তোলা প্রশ্ন অমূলক নয়। কিন্তু ক্রিকেট ক্যালেন্ডারের বাইরে যাওয়া বোর্ডের পক্ষেও সম্ভব নয়। সেই কর্তা প্রশ্ন তোলেন ভারতীয় বোর্ডের থেকে বছরে সাত কোটি বা কিছু বেশি রোজগার করেন বিরাট কোহলি। আইপিএলে টাকাটা বেশি। তাছাড়া বিজ্ঞাপন বা বিভিন্ন এন্ডোর্সমেন্ট নয় ছেড়ে দেওয়া হল। কই? আইপিএল টুর্নামেন্টও গায়ে গায়ে ম্যাচ খেলতে হবে। সেটা নিয়ে কেন অভিযোগ নেই বিরাটের?
advertisement
ওই কর্তা বোঝাতে চেয়েছেন জাতীয় দলের ক্রীড়াসূচি নিয়ে বিরাট যতটা মুখ খুলেছেন, কেন আইপিএলের ক্ষেত্রে সেই প্রতিবাদ করলেন না? অর্থাৎ টাকা বেশি বলে ভারত অধিনায়ক এমন অভিযোগ করেছেন ঘুরিয়ে এমনটাই বোঝাতে চাইছে বোর্ড। তবে বিরাট কোহলি নিশ্চিতভাবে চাইবেন এবারের টুর্ণামেন্টে বড় রান করতে। বোর্ডের ভিতরে কেউ কেউ বলছেন বিরাট কোহলির বোঝা উচিত পিতৃত্বকালীন ছুটি নিয়ে তাঁকে আটকায়নি বোর্ড। মাত্র একটা টেস্ট খেলে ফিরে এসেছিলেন অস্ট্রেলিয়া থেকে।
advertisement
advertisement
প্রয়োজনে রোটেশন পদ্ধতি চালু করতে চায় বিসিসিআই। সেখানে কোনও ক্রিকেটার মানসিক বা শারীরিক ভাবে ক্লান্ত থাকলে ছুটি নিতেই পারেন। তবে সেটাও সময় সাপেক্ষ। সব মিলিয়ে বিরাটের ক্রীড়াসূচি নিয়ে করা মন্তব্য যথেষ্ট ক্ষিপ্ত ভারতীয় বোর্ড। তবে সামনে আইপিএল, তারপর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। তাই এখন সরাসরি কোনও বিবৃতি দেয়নি বিসিসিআই।
view commentsLocation :
First Published :
March 31, 2021 7:58 PM IST

