Ukraine Russia War: 'ভারতের অনেক প্রভাব', ইউক্রেন যুদ্ধে মোদিকে পাশে চাইলেন জেলেনস্কি
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রায় ৩০ মাসের বেশি সময় ধরে চলছে। এরমধ্যেই ইউক্রেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর মোদিকে পাশে পেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কি। তিনি ভারতকে 'বড় প্রভাবশালী দেশ' হিসাবে উল্লেখ করেন এবং এই যুদ্ধে ভারতকে ইউক্রেনের পাশে চাইছেন তিনি এই কথাও তিনি জানান।
কিয়েভ: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রায় ৩০ মাসের বেশি সময় ধরে চলছে। এরমধ্যেই ইউক্রেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর মোদিকে পাশে পেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কি। তিনি ভারতকে ‘বড় প্রভাবশালী দেশ’ হিসাবে উল্লেখ করেন এবং এই যুদ্ধে ভারতকে ইউক্রেনের পাশে চাইছেন তিনি এই কথাও তিনি জানান।
এই প্রসঙ্গে তিনি জানান, “ভারত নিজের কাজ করছে। আমার ভারতও বুঝতে পেরেছে এটা শুধু কোনও দ্বন্দ্ব নয়। এটা প্রকৃত অর্থেই যুদ্ধ এবং এক ব্যক্তির বিরুদ্ধে গোটা ইউক্রেন লড়ছে সেই ব্যক্তির নাম হল পুতিন। ভারত একটা বড় দেশ। তাঁর অনেক প্রভাব রয়েছে।” সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ঠিক এই কথাই জানান জেলেনস্কি।
advertisement
এছাড়াও তিনি বলেন, ” প্রধানমন্ত্রী মোদি পুতিনের থেকেও বেশি শান্তি চান। সমস্যা হল পুতিন শান্তি চান না।”
advertisement
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মাঝেই ভারতের দিকে সাহায্যের আবেদন রেখেছেন জেলেনস্কি, তিনি বলেন, “আপনি পুতিনের দেশের অর্থনীতি স্তব্ধ করে দিতে পারেন। আমি মোদিকে অনুরোধ করব তিনি যেন ভারতে একটি বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করেন।”
advertisement
ভারতে আসার ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেছেন জেলেনস্কি। এই প্রসঙ্গে ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে।
এই প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ” আমার ভারতে যাওয়ার পরিকল্পনা আছে। কারণ যখন কোনও সমঝোতা হয় সেটা দুই পক্ষের মধ্যে সমানভাবে হয়। পরের সাক্ষাৎ ভারতে হলে আমি খুশিই হব। “
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 24, 2024 2:18 PM IST