বিদায়ী সম্ভাষণে আবেগপ্রবণ বারাক ওবামা
Last Updated:
বারাক ওবামাকে সরিয়ে মার্কিনের প্রেসিডেন্ট এখন ডোনাল্ড ট্রাম্প ৷ আজ তার বিদায়ের পালা ৷ সারা বিশ্ব আজ তাকিয়ে ছিল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাকা ওবামার শেষ ভাষণের দিকে ৷
#শিকাগো: বারাক ওবামাকে সরিয়ে মার্কিনের প্রেসিডেন্ট এখন ডোনাল্ড ট্রাম্প ৷ আজ তার বিদায়ের পালা ৷ সারা বিশ্ব আজ তাকিয়ে ছিল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাকা ওবামার শেষ ভাষণের দিকে ৷ এদিন ভাষণ দিতে গিয়ে বেশ আবেগপ্রহণ হয়ে পড়েন ওবামা ৷ গত আট বছরের কীভাবে কেটে গিয়েছে তা বিশ্বাসই হচ্ছে না ওবামার ৷ এমনটাই জানা তিনি ৷ ক্ষমতায় থাকাকালীন তার অভিজ্ঞতার কথা সকলের সমনে তুলে ৷ ভষণের সময় আমেরিকার মানুষের সহযোগিতার জন্য যেমন তিনি ধন্যবাদ জানিয়েছেন তেমনই জঙ্গিদের উদ্দেশ্যে কড়া বার্তাও দিয়েছেন ৷ তিনি আরও জানান, ‘আমরাই পেরেছি, আর ভবিষ্যতে আমরাই পারব ৷’ বিদায়ী সম্ভাষণে আর কী বললেন ওবামা দেখে নিন একনজরে -
- আজ আমার ধন্যবাদ জানানোর রাত ৷ আপনারা আমাকে অনেক কিছু শিখিয়েছেন ৷ নাগরিক ও পড়ুয়ারা আমার অনুপ্রেরণা ৷ অনেক শুভেচ্ছা পেয়েছি। সেগুলি মনকে ছুঁয়ে গেছে।
- শিকাগোতে আমি বিশ্বাসের শক্তি বুঝেছি ৷ আপনারাই আমাকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন ৷
advertisement
-গণতন্ত্র চালায় দেশবাসীই ৷ রক্তাক্ত হলেও মানুষই গণতন্ত্রের শক্তি ৷
advertisement
-২৪০ বছরের কর্মসংস্থান করেছি ৷ বিশ্বাসই হচ্ছে না ৮ বছর শেষ হয়ে গেল ৷
-বুশ নতুনভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন ৷ ট্রাম্পকেও সেভাবেই স্বাগত জানাই ৷
- এই আট বছরের অনেক উন্নতি করেছে আমেরিকা ৷ যখন দায়িত্ব নিয়েছিলান তার থেকে অনেক উন্নত এখন আমরা ৷
advertisement
- ট্রাম্প আমার দিক থেকে সব সময় সহযোগিতা পাবেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 11, 2017 9:56 AM IST