গোপনীয়তা নেই মেসেঞ্জারেও, সেখানেও নজরদারি চালায় ফেসবুক
Last Updated:
#নয়াদিল্লি: ফেসবুক মেসেঞ্জারে আপনি আপনার প্রিয় মানুষটির সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা তো মাঝে মধ্যেই সারেন ৷ কিংবা সহকর্মীর সঙ্গে অফিস সংক্রান্ত গোপন তথ্য শেয়ার করাও তো নতুন কিছু নয় ৷ এই সব ব্যক্তিগত কথা-বার্তা কিংবা গোপন তথ্য কিন্তু গোপন থাকছে না একদম ৷ মেসেঞ্জারে পাঠানো মেসেজেও নজরদারি চালায় ফেসবুক ৷ গতকাল ৫ এপ্রিল ‘সিএনএন’-এর একটি রিপোর্টে জানানো হয়েছে এ বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ ৷
ফেসবুকের তরফে জানানো হয়েছে, জানিয়েছে, মেসেঞ্জারে কোনও ম্যালওয়ার বা শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে কিনা তা নজরদারি করতে তারা স্বয়ংক্রিয় টুল ব্যবহার করে। এ ছাড়া কোনো ব্যবহারকারী যদি তার ইনবক্সের মেসেজকে ফেসবুকের নীতির বাইরের বলে মনে করে, তা হলে তিনি সেটি রিপোর্টও করতে পারেন। ফেসবুকের মডারেটররা স্বয়ংক্রিয় টুল বা ব্যবহারকারীর রিপোর্ট করা বার্তাগুলো যাচাই করে ৷
advertisement
ফেসবুকের তরফে ব্যবহারকারীদের সব সময় জানানো হয় যে, তাদেরে নীতির বাইরে যায়, এমন পোস্ট তারা যাচাই করে দেখে ৷ কিন্তু ফেসবুক ব্যবহারকারীদের ধারণা ছিল-ইনবক্সের মতো ব্যক্তিগত জায়গায় হয়য়ো নজরদারি চালায় না ফেসবুক কর্তৃপক্ষ ৷
advertisement
ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘‘গ্রাহকদের ব্যক্তিগত মেসেজ বিজ্ঞাপন প্রদর্শনের কাজে ব্যবহার করা হয় না। আমরা গ্রাহকের ভিডিও ও অডিও কল শুনি না।’’
advertisement
গত সোমবার এক সাক্ষাৎকারেও এটি স্বীকার করেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকেরবার্গ। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ইনবক্সে সন্দেহজনক বা নীতিমালা বহির্ভূত কিছু দেখলে আমরা সেটি হতে দেব না।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2018 12:50 PM IST