#বালি: ইন্দোনেশিয়ায় সুনামি ৷ মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০০ ৷ আহত ৬০০-রও বেশি ৷ সেই সুনামির ঢেউই আছড়ে পড়েছিল সমুদ্রের পারে এক কনসার্টের ওপরে ৷ ভাসিয়ে নিয়ে গিয়েছিল পুরো গানের দলকে ৷
তানজুং লেসুং বিচে বসেছিল এক গানের আসর ৷ মঞ্চে সঙ্গীত পরিবেশন করছিলেন ‘রক ব্যান্ড সেভেন্টিন’৷ ভিডিওটিতে দেখা গিয়েছে, দর্শকরা সঙ্গীতানুষ্ঠান উপভোগ করতে করতেই মঞ্চের পিছন দিক দিয়ে আছড়ে পড়ল সুনামি। সঙ্গে সঙ্গে ভেঙ্গে পড়ল মঞ্চ, ভেসে যান শিল্পীরা। প্রাণভয়ে চিৎকার করতে শুরু করেন মানুষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indonesia, Tsunami, Viral Video, Yearender2018