Worlds Oldest Dog: বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববিকে চেনেন? বয়স শুনলে হাঁ হয়ে যাবেন!
- Published by:Raima Chakraborty
Last Updated:
Worlds Oldest Dog: ববির বাড়ি মধ্য পর্তুগালের কঙ্কেরিওস এলাকায়। জাতে সে একটি রাফেইরো প্রজাতির কুকুর। তার কাজ হল গৃহপালিত জন্তুদের পাহারা দেওয়া।
লেবানন: বাঁচার কথাই ছিল না তার। জন্মের পরেই মেরে ফেলা হয়েছিল তার ভাইবোনদের। কিন্তু খানিকটা ভাগ্য, আর বাকিটা গায়ের অদ্ভুত রং, এই দুই কারণে প্রাণটুকু বেঁচে গিয়েছিল তার। সেই ববি গত ফেব্রুয়ারি মাসে ছুঁয়ে ফেলেছে ৩০ বছরের গণ্ডি। গিনেস বুকের রেকর্ড অনুযায়ী, এই মুহূর্তে সে-ই পৃথিবীর জীবিত কুকুরদের মধ্যে সবচেয়ে বয়স্ক।
৩০ বছর বয়সি ববির বাড়ি মধ্য পর্তুগালের কঙ্কেরিওস এলাকায়। জাতে সে একটি রাফেইরো প্রজাতির কুকুর। তার কাজ হল গৃহপালিত জন্তুদের পাহারা দেওয়া। ১৯৯২ সালের মে মাসে কঙ্কেরিওসের কোস্তা পরিবারে জন্ম হয় ববির। বাড়ির এক সদস্য লিওনেল কোস্তার বয়স তখন মাত্র ৮ বছর, সেই সময় তাঁদের বাড়ির একটি কাঠের গুদামে অনেকগুলি সন্তানের জন্ম দেয় গিরা নামে তাঁদেরই একটি কুকুর। কোস্তা পরিবারে তখন এমনিই অনেকগুলি জীবজন্তু, নতুন করে এতগুলি কুকুরকে আশ্রয় দেওয়া, পালন করার সামর্থ্য ছিল না তাঁদের। তাই ঠিক করা হয়, গিরা বাইরে গেলে ছানাগুলিকে নিয়ে দূরে কোথাও ফেলে দিয়ে আসা হবে।
advertisement
আরও পড়ুন: কুনজর এড়াতে Touch Wood বলেন? কাঠ ছুঁয়ে এই শব্দ বলার অর্থ জানুন
পরিকল্পনা মতো তাই-ই করা হয়। কিন্তু তারপরেও দেখা যায়, গিরা বারবার ওই গুদামে এসে কাকে যেন দেখছে। তারপরেই খোঁজ করে দেখা যায়, তখনও সেখানে কটি ছানা রয়ে গিয়েছে। গায়ের রং কালচে বাদামি হওয়ায় গুদামে রাখা কাঠের রঙের সঙ্গে প্রায় মিশেই গিয়েছিল সে। আর সে কারণেই বাকি ছানাদের নিয়ে যাওয়ার সময় তাকে খেয়াল করেনি কেউ। লিওনেল ও তাঁর ভাইবোনরা ঠিক করেন, এই ছানাটিকে কিছুতেই মেরে ফেলতে দেবেন না তাঁরা। তার নাম রাখা হয় ববি। সবাই মিলে ঠিক করেন, ববির চোখ না ফোটা পর্যন্ত বাড়ির বড়দের চোখের আড়ালে ওই গুদামেই লুকিয়ে রাখা হবে তাকে। আর এই ভাবেই বড় হয়ে ওঠে সে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় ব্যাঙ দেখেছেন? দেখে মনে হচ্ছে কোলে উঠেছে ছোট্ট ছেলে!
গত ১ ফেব্রুয়ারি পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর হিসেবে গিনেস বুকে নাম উঠেছে ববির। এর আগে এই রেকর্ড ছিল ব্লুয়ি নামে একটি অস্ট্রেলিয়ান কুকুরের। ১৯৩৯ সালে ২৯ বছর ৫ মাস বয়সে মৃত্যু হয় তার। আর এবার সেই জায়গা দখল করে নিয়েছে ববি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2023 8:59 PM IST