Touch Wood Meaning: কুনজর এড়াতে Touch Wood বলেন? কাঠ ছুঁয়ে এই শব্দ বলার অর্থ জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
Touch Wood Meaning: ইংরেজি এই শব্দটি ব্যবহার করে কথা বলেন অনেকেই। সামনে কোনও কাঠ না পেলে, অনেকে নিজের মাথায় ঠুকেই বলে ফেলেন Touch Wood।
advertisement
advertisement
ঠিক কেন এবং কবে থেকে 'টাচ উড' বলার রীতি প্রচলিত হয়েছে, তা নির্দিষ্ট করে জানা যায় না। তবে এই বিষয়ে কয়েকটি কাহিনি প্রচলিত আছে। আসলে আনন্দের কোনও কথা বলে আমরা অনেকের নজর লেগে যাবে বলে ভয় পাই। আমাদের সুখে কেউ ঈর্ষাকাতর হয়ে কুদৃষ্টি দিতে পারে বলে আশঙ্কা হয়। কাঠ স্পর্শ করে নিলে এই নজর লাগার দোষ কেটে যায় বলে প্রচলিত বিশ্বাস।
advertisement
advertisement
গাছে পরী এবং ভাল আত্মারা অবস্থান করেন বলে সেই সময় পাশ্চাত্য সংস্কৃতিতে বিশ্বাস করা হত। বিশ্বের অনেক দেশেই গাছ পুজো করার রীতি প্রচলিত আছে। গাছ অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচিয়ে রাখে তাই গাছকে পবিত্র বলে মনে করা হয়। খ্রিস্টানরা আবার মনে করেন যে, গাছ বা কাঠ স্পর্শ করে কাঠ দিয়ে তৈরি যিশু খ্রিস্টের ক্রস স্পর্শ করলে সৌভাগ্য আসে জীবনে।
advertisement
আনন্দের কথা প্রকাশ করে এই ভাল আত্মাদের স্মরণ করে নিলে তাঁরা আমাদের সুখের পথে কোনও বাধা এলে তা দূর করে দেবেন বলে মনে করা হত। সেই কারণে দু-বার গাছের গুঁড়ি ছুঁয়ে 'টাচ উড' বলে নেওয়ার প্রথা শুরু হয়। প্রথমবার গাছের কাছে কিছু প্রার্থনা করার জন্য এবং দ্বিতীয়বার গাছ এবং গাছে বসবাসকারী ভাল আত্মাদের ধন্যবাদ দেওয়ার জন্য। পরবর্তীকালে কাঠের যে কোনও জিনিস ছুঁয়েই 'টাচ উড' বলা প্রচলিত হয়।
advertisement