World’s Largest And Deadliest Snake: ১৮ ফুট ৮ ইঞ্চি! বিশ্বের দীর্ঘতম বিষাক্ত এই সাপকে মেরে ফেলা হয় এই কারণে! জানলে চমকে উঠবেন

Last Updated:

World’s Largest And Deadliest Snake: বিশ্বের ভয়ঙ্করতম বিষধর সাপের মধ্যে অন্যতম হ্যামাড্রিয়াড প্রজাতির কিং কোবরা বা শঙ্খচূড়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
হিরোশিমা, নাগাসাকি ধ্বংস, হলোকস্টে অগণিত হত্যা, ইউরোপ-সহ বিশ্ব জুড়ে ধ্বংসলীলা-দ্বিতীয় বিশ্বযুদ্ধের চিরস্থায়ী ক্ষত ছড়িয়ে আছে পৃথিবী জুড়ে৷ ইতিহাস পাল্টে দেওয়া এই ঘটনাপ্রবাহের মাঝে হারিয়ে গিয়েছে বিরল সরীসৃপ হত্যার ঘটনা৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণেই মেরে ফেলা হয়েছিল এখনও পর্যন্ত বিশ্বের দীর্ঘতম এবং বিষাক্ততম সাপকে৷
বিশ্বের ভয়ঙ্করতম বিষধর সাপের মধ্যে অন্যতম হ্যামাড্রিয়াড প্রজাতির কিং কোবরা বা শঙ্খচূড়৷ মূলত ভারত-সহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশেই তার বাস৷ গড়পড়তায় এই প্রজাতির সাপের দৈর্ঘ্য ৩.৭ মিটার থেকে ৪ মিটার৷ ওজন হতে পারে ৬.৮ কেজি পর্যন্ত৷ ১৯৩৭ সালের এপ্রিল মাসে মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেশে ধরা হয় হ্যামাড্রিয়াড প্রজাতির একটি শঙ্খচূড় সাপকে৷ ৫.৭১ মিটার বা ১৮ ফুট ৮ ইঞ্চি দৈর্ঘ্যের সেই সরীসৃপকে নিয়ে যাওয়া হয় লন্ডন জু-তে৷ তার কয়েক বছর পরই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ৷
advertisement
advertisement
লন্ডন চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই সাপ সন্বন্ধে তথ্য শেয়ার করেছে৷ সেখানেই জানানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণেই মেরে ফেলা হয়েছিল বিশালাকায় এই শঙ্খচূড়কে৷ আশঙ্কা করা হয়েছিল লন্ডন শহরে অক্ষশক্তির বোমাবর্ষণে ধ্বংস হয়ে যেতে পারে চিড়িয়াখানা৷ তাহলে বিষধর প্রাণীরা শহরে বেরিয়ে পড়লে প্রাণ সংশয় হতে পারত বাসিন্দাদের৷ সেই আশঙ্কায় চরম সিদ্ধান্ত নেওয়া হয়৷
advertisement
১৯৩৯ সালের ৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর তৎকালীন ব্রিটিশ সরকারের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় লন্ডনের চিড়িয়াখান৷ সেখানকার অসংখ্য বন্য পশুর মধ্যে দু’টি জায়ান্ট পান্ডা, দু’টি ওরাংওটাং, চারটে শিম্পাঞ্জি, তিনটে এশীয় হাতি এবং একটি উটপাখিকে পাঠিয়ে দেওয়া হয় হুইপস্নেড চিড়িয়াখানায়৷ যাতে যুদ্ধের আক্রমণ থেকে নিরাপদে থাকতে পারে বন্যপ্রাণগুলি৷ কিন্তু কিছু বিষধর সরীসৃপকে লন্ডনবাসীর সুরক্ষার কারণে হত্যা করা হয়৷ তাদের মধ্যে ছিল মালয়েশিয়া থেকে ধরা হ্যামাড্রিয়াড প্রজাতির ওই শঙ্খচূড়কেও৷ এখনও পর্যন্ত এটাই বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ৷ তবে কিছু সরীসৃপকে প্রাণে বাঁচানোও হয়৷ সেগুলির মধ্যে ছিল কোমোডো ড্রাগন এবং চিনের কিছু সরীসৃপ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
World’s Largest And Deadliest Snake: ১৮ ফুট ৮ ইঞ্চি! বিশ্বের দীর্ঘতম বিষাক্ত এই সাপকে মেরে ফেলা হয় এই কারণে! জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement