সন্তানের জন্ম দিয়েই চাকরি হারালেন মা, এভাবে ছাঁটাই মানতে পারছেন না গুগল কর্মী

Last Updated:

Google staff lay off: মা হয়েই জানতে পারলেন চাকরি নেই। জীবনের একই মুহূর্তে ভাল ও খারাপ খবর পেলেন এই মহিলা।

নিউ ইয়র্ক: একই সময়ে ভাল ও খারাপ, দুটি খবরই তিনি পেলেন একসঙ্গে।
গুগল-এর গণছাঁটাইয়ে সম্প্রতি বহু কর্মী চাকরি হারিয়েছেন। সংস্থার সিইও সুন্দর পিচাই ড্যামেজ কন্ট্রোলে নেমে বলেছেন, ছাঁটাই না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।
আরও পড়ুন- আমেরিকায় আবার খুন কৃষাঙ্গ যুবক, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট জো বাইডেন
হঠাত্ চাকরি হারানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেকেই। জানিয়েছেন, কীভাবে গুগল-এর মতো এত বড় একটি সংস্থা রাতারাতি চাকরি থেকে বরখাস্ত করেছে কর্মীদের। গুগল-এ ২০ বছরেরও বেশি সময় ধরে রয়েছেন, এমন কর্মীদেরও এক দিনের নোটিশে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
খালি একটি ইমেলেই চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনেককেই। কোনওরকম সৌহার্দ্য দেখায়নি গুগল। এমনই অভিযোগ করেছেন অনেক কর্মী। চাকরি হারানো গুগল কর্মীদের মধ্যে একজন কেট হাওয়েলস। ১৯ জানুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। আর সেদিনই চাকরি হারান কেট।
দশ বছর ধরে Google-এ চাকরি করেছেন কেট। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন তিনি। তবে তাঁকে মাত্র একটি ইমেল করে জানিয়ে দেওয়া হয়, গুগল-এর আর তাঁকে দরকার নেই। সেই মেইল পেয়ে আকাশ থেকে পড়েন তিনি। বিশ্বাসই করতে পারছিলেন না, তাঁর চাকরিটা আর নেই।
advertisement
আরও পড়ুন- প্যালেস্টাইনের জঙ্গিদের শেষ করার শপথ নিলেন ইজরায়েল প্রধানমন্ত্রী
লিঙ্কডইন-এ চাকরি হারানোর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কে থাকতেন তিনি। সেখানে জীবনযাপনের খরচ প্রচুর। তাই আপাতত ফিনিক্স, অ্যারিজোনাতে সপরিবারে চলে যাবেন বলে ঠিক করেছেন। নতুন চাকরি পেতে সময় লাগবে। তবে তিনি নতুন চাকরি পেয়ে যাবেন বলে আশা করছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সন্তানের জন্ম দিয়েই চাকরি হারালেন মা, এভাবে ছাঁটাই মানতে পারছেন না গুগল কর্মী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement