পুলিশের অত্যাচারে আমেরিকায় আবার খুন কৃষাঙ্গ যুবক, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট জো বাইডেন

Last Updated:

Joe Biden calls Tyre Nichols parents and assures necessary measures to be take. পুলিশের হাতে খুন মার্কিন যুবক, প্রতিবাদের ঝড় উঠেছে আমেরিকায়

পুলিশের হাতে খুন মার্কিন যুবক, প্রতিবাদের ঝড় উঠেছে আমেরিকায়
পুলিশের হাতে খুন মার্কিন যুবক, প্রতিবাদের ঝড় উঠেছে আমেরিকায়
#ওয়াশিংটন: কৃষ্ণাঙ্গদের নাকি সমান চোখে দেখা হয় আমেরিকায়। অন্তত আমেরিকার আইন তাই বলে। কিন্তু আধুনিক সমাজেও বর্ণবিদ্বেষ যে প্রবলভাবে রয়ে গেছে সে দেশে তার প্রমাণ আবার পাওয়া গেল। জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ এক যুবককে গলায় পা দিয়ে মেরে ফেলেছিল পুলিস। সেই ঘটনা ঘিরে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল আমেরিকা।
কয়েক বছর পর মার্কিন মুলুকে ফিরল ফ্লয়েড হত্যার সেই ভয়াবহ স্মৃতি। ঘটনাস্থল মেম্ফিস। পুলিসের অমানবিক অত্যাচারে প্রাণ হারালেন টায়ার নিকোলাস নামে এক কৃষ্ণাঙ্গ যুবক। গত ৭ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিস। এর তিনদিন পর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। শুক্রবার নিকোলাসকে মারধরের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে।
সেখানে দেখা গিয়েছে, কৃষ্ণাঙ্গ ওই যুবককে মাটিতে ফেলে নির্দয়ভাবে লাথি-ঘুষি মারছেন কয়েকজন পুলিসকর্মী। যন্ত্রণায় কঁকিয়ে ওঠেন নিকোলাস। আর্তস্বরে তিন বার ‘মা’ বলে ডেকে নেতিয়ে পড়েন তিনি। তারপরও অত্যাচার এতটুকু কমেনি। যুবকের মুখে আছড়ে পড়ে ভারী বুটের লাথি, ঘুষি। হাঁফাতে হাঁফাতে কাতর গলায় নিকোলাস বলতে থাকেন, আমি কোনও দোষ করিনি। আপনারা আমার সঙ্গে এটা করতে পারেন না।
advertisement
advertisement
advertisement
বেধড়ক মারধরের পর মাটিতে লুটিয়ে পড়েন নিকোলাস। ব্যথা-যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। এলাকায় তখন পর্যাপ্ত আলো। তবুও তাঁর চোখে টর্চের জোরালো আলো ফেলেন এক পুলিশকর্মী। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিসের একটি গাড়ির গায়ে হেলান দিয়ে বসে রয়েছেন বিধ্বস্ত নিকোলাস। মাঝেমধ্যেই মাথা ঝুঁকে পড়ছে তাঁর।
এই অবস্থাতেই তাঁকে সোজা করে বসাচ্ছেন পুলিসকর্মীরা। আপৎকালীন পরিষেবার সদস্যরা আসার আগে পর্যন্ত এভাবেই চলতে থাকে নির্যাতন। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। গ্রেপ্তার করা হয় পাঁচজন পুলিস আধিকারিককে। যদিও ইতিমধ্যেই ধৃতদের মধ্যে চারজন জামিনে ছাড়া পেয়েছেন। ঘটনা ঘিরে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ দানা বাঁধছে।
advertisement
এরই মধ্যে শুক্রবার নিকোলাসের মা ওয়েলেসের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকান প্রেসিডেন্ট জানিয়েছেন প্রয়োজনে যারা ছাড়া পেয়েছেন সেই পুলিশ অফিসারদের আবার জেলে দেওয়া হবে। কথা দিয়েছেন ভবিষ্যতে এমন আইন আনবেন যাতে নির্দোষ ব্যক্তির গায়ে হাত তোলার আগে পুলিশ চারবার ভাবে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
পুলিশের অত্যাচারে আমেরিকায় আবার খুন কৃষাঙ্গ যুবক, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট জো বাইডেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement