৪ দিন ধরে বাড়ির বাথরুমে আটকে মহিলা, পরের ঘটনা অবাক করার মতো
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Viral: সেই সময়ে তাঁর কাছে মোবাইলও ছিল না। তাই তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
#সিঙ্গাপুর: শৌচাগারে বন্দি ৪ দিন ধরে। চিৎকার-আওয়াজ করেও লাভের লাভ কিছুই হয়নি। ৪ দিন ধরে কোনও খাবার না খেয়ে ছিলেন ওই মহিলা। ভেবেছিলেন কেউ হয়তো সাহায্য করবে না তাঁকে। শেষে এক ফোনেই অবশেষে সুরাহা পেলেন ওই মহিলা। ঘটনাটি সিঙ্গাপুরের।
দরজার হ্যান্ডেলের ত্রুটির কারণে ৩১ বছর বয়সী ওই মহিলা বাড়ির বাথরুমে তালাবদ্ধ অবস্থায় ছিলেন। ৪ দিন কেবল বাথরুমে ভিতরেই কার্যত আটকে ছিলেন তিনি। এই ৪ দিন তিনি কিছুই খেতে পারেননি। সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে, ৩১ বছর বয়সী ইয়াং তাঁর বাড়ির বাথরুমে গিয়েছিলেন। দরজা খুলে বাইরে আসার চেষ্টার সময়ে আচমকা দরজার হাতল ভেঙে যায়। বাথরুমের দরজা তারপর থেকে কোনওভাবেই খোলা যাচ্ছিল না।
advertisement
সেই সময়ে তাঁর কাছে মোবাইলও ছিল না। তাই তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ৪ দিন ধরে তিনি খাবার এবং জল ছাড়াই ভিতরে আটকে ছিলেন। চিৎকার করেও লাভের লাভ কিছু হয়নি। বেশ কিছু দিন ধরে যোগাযোগ করে উঠতে না পেরে শেষে তাঁর বাবা-মা পুলিশকে জানান। পুলিশ দরজা ভেঙে ওই মহিলাকে বাথরুম থেকে উদ্ধার করে।
advertisement
advertisement
আরও পড়ুন, ২৫-এর জন্মদিনে তৃণমূল পেল 'নতুন বাড়ি', ক'তলা হচ্ছে ভবন? কী কী ব্যবস্থা থাকছে? জেনে নিন এবার
উদ্ধার হওয়ার পরে ওই মহিলা জানান, এটি তাঁর জীবনের সবচেয়ে খারাপ ঘটনা। তাঁর মনে হয়েছিল যে এখন সে বাঁচতে পারবেন না। কিছুদিন আগে থাইল্যান্ডেও একই রকম একটি ঘটনা ঘটেছিল, যেখানে একজন মহিলা ৩ দিন বাথরুমে আটকে গেছিল। সেখানে ট্যাঙ্কের জল পান করে বেঁচে ছিলেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2023 11:55 AM IST