Somniphobia: ৪ বছর ধরে ঘুমোননি এই মহিলা, আজব রোগে জীবন এখন যেন নরক!

Last Updated:

মহিলা অনেক বছর ধরে তাঁর রোগ সোমনিফোবিয়া (Somniphobia) সম্পর্কে কিছুই বুঝতে পারেনি, যা তাঁর জীবনকে অসহনীয় করে তুলেছে।

#ওয়ারস: এই দুনিয়ায় বিভিন্ন ধরনের লোক রয়েছে, এদের অনেকেরই বিভিন্ন ধরনের রোগ রয়েছে। এর মধ্যে কিছু এমন ধরনের রোগ রয়েছে যা তাদের জীবনকে পুরো নরক বানিয়ে ছেড়েছে। এমনই এক আজব রোগের শিকার ৩৯ বছরের এক পোলিশ (Polish) মহিলা। সেই মহিলা একটানা ৪ বছর ধরে না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছেন। সেই মহিলা অনেক বছর ধরে তাঁর রোগ সোমনিফোবিয়া (Somniphobia) সম্পর্কে কিছুই বুঝতে পারেনি, যা তাঁর জীবনকে অসহনীয় করে তুলেছে।
দ্য সানের (The Sun) রিপোর্ট অনুযায়ী পোল্যান্ডের ৩৯ বছরের মহিলা মালগোরজাটা স্লিউইন্সকা (Malgorzata Sliwinska) একটানা ৪ বছর ধরে ঘুমাতে পারেননি। এর ফলে তাঁর চোখ ব্যথা হয়ে যায় এবং তাঁর মাথাও ব্যথা হতে শুরু করে। আচমকা তাঁর শরীরে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়, কিছুতেই তাঁর ঘুম আসে না। এই সমস্যার ফলে তাঁর জীবন পুরো নষ্ট হয়ে গিয়েছে বললে ভুল হয় না। শুধু তাঁর শারীরিক সমস্যা নয়, এই ধরনের রোগের ফলে তাঁর পারিবারিক জীবনও সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
advertisement
সামাজিক জীবনের ক্ষতি
মালগোরজাটা স্লিউইন্সকা জানিয়েছেন যে, এই রোগের ফলে তাঁর চোখ জ্বলতে শুরু করে এবং শুকিয়ে যায়। একটানা ঘুম না আসার ফলে খুবই ক্লান্তির সৃষ্টি হয়। তাঁর শর্ট টার্ম মেমোরি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে এবং তিনি কোনও কারণ ছাড়াই কাঁদতে শুরু করে দেন। এই রোগ তাঁর শরীরের ক্ষতির সঙ্গে সঙ্গে তাঁর চাকরিও কেড়ে নিয়েছে।
advertisement
এই রোগের চিকিৎসার পেছনে তাঁর জমানো টাকা সব নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু কোনও ফল পাওয়া যায়নি। এই ধরনের রোগের কারণে স্বামী এবং ছেলের সঙ্গেও তাঁর সম্পর্ক নষ্ট হতে শুরু করেছে। মালগোরজাটা স্লিউইন্সকার এই অসুখের শুরু হয় ২০১৭ সালে।
আরও পড়ুন- ‘সম্বন্ধ করে বিয়ে করব না...’! পাত্রী খুঁজতে শহরজুড়ে হোর্ডিংয়ে বিজ্ঞাপন যুবকের
স্পেন থেকে ছুটি কাটিয়ে বাড়ি ফেরার পরেই তাঁর এই রোগের সূত্রপাত হয়। এর পর থেকে ধীরে ধীরে তাঁর ঘুম আসা বন্ধ হয়ে যায়। তিনি অনেক চেষ্টা করেও ঘুমাতে পারেননি। ২০১৭ সাল থেকে ২০২১ সাল অবধি একটানা তিনি না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন, যা তাঁর শরীরে ব্যাপক প্রভাব বিস্তার করেছে।
advertisement
৪ বছর পরে রোগ সম্পর্কে জানা যায়
মালগোরজাটা স্লিউইন্সকা ঘুমানোর অনেক চেষ্টা করলেও ঘুমাতে পারেননি। অনেক উপায় অবলম্বন করলেও তাঁর ঘুম আসেনি। ৪ বছর পরে পোল্যান্ডের এক ডাক্তারের কাছ থেকে তিনি জানতে পারেন যে তিনি সোমনিফোবিয়া রোগের শিকার। সেই ডাক্তারের ওষুধে মালগোরজাটা স্লিউইন্সকা এখন সপ্তাহে ২-৩ রাত ঘুমাতে পারেন মাত্র। এছাড়াও তিনি শুরু করেছেন যোগাসন এবং ব্যায়াম। একই সঙ্গে মালগোরজাটা স্লিউইন্সকা পার্ট টাইম চাকরিও শুরু করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Somniphobia: ৪ বছর ধরে ঘুমোননি এই মহিলা, আজব রোগে জীবন এখন যেন নরক!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement