Nuts and bolts in Pizza: খাওয়ার সময় পিৎজায় মিলল নাট-বল্টু ! আরেকটু হলেই ঘটে যেত বড়সড় বিপদ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ওই তরুণীর কাছে ক্ষমা চেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে টাকা ফেরত দিয়েছে পিৎজা সংস্থা ৷
নিউইয়র্ক: কী কাণ্ড ! পিৎজা খেতে গিয়ে বিপত্তি ৷ কারণ পিৎজার মধ্যে পাওয়া গেল নাট-বল্টু ! যা দেখে আতঙ্ক আর যাচ্ছে না তরুণীর ৷ আর সেটা হওয়াই স্বাভাবিক ৷ তাঁর মুখে এখন শুধু একটাই কথা, ‘ভাগ্যিস, দেখেছিলাম ঠিক সময় ৷ নাহলে পিৎজার সঙ্গে ওগুলি গিলে ফেললে কী হত !’
ঘটনাটি ঘটেছে আমেরিকায় ৷ Fleetwood Rd North-এর Thornton-Cleveleys ব্রাঞ্চে ৷ পিৎজার টপিংয়ে এক্সট্রা চিজ ছাড়াও আরও কত কিছু থাকে ৷ কিন্তু এ ক্ষেত্রে ছিল নাট-বল্টু ! জনপ্রিয় এক বহুজাতিক সংস্থার পিৎজাতেই এটি পাওয়া গিয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় ‘নাট-বল্টু’ ওয়ালা পিৎজার ছবি আপলোড করে তরুণী লিখেছেন, ‘দয়া করে নিজেদের পিৎজা এখন থেকে খুব ভাল করে দেখে খাবেন। আমার খুব ভয় লাগছে। ভাবতেই পারছি না, কী হত ওগুলি খেয়ে ফেললে! আর কেউ যেন এমন অভিজ্ঞতার মুখে না পড়েন।’ ওই তরুণীর কাছে ক্ষমা চেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে টাকা ফেরত দিয়েছে পিৎজা সংস্থা ৷
Location :
First Published :
August 24, 2021 6:40 AM IST