Darjeeling Toy Train: পুজোর আগে পর্যটকদের জন্য বিরাট চমক, ঐতিহ্যের পথে আধুনিকতার ছোঁয়া! মিলবে টয়ট্রেন পরিষেবা, জানুন বিস্তারিত
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Darjeeling Toy Train: পাহাড়ি ট্রেন ভ্রমণ নয়, এই পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে চা-বাগানের অভিজ্ঞতা। চা তোলা, কারখানা পরিদর্শন, চা স্বাদ নেওয়া—সব মিলিয়ে পর্যটকরা উপভোগ করবেন চা সংস্কৃতির অনন্য ছোঁয়া।
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে যুক্ত হল নতুন আকর্ষণ। শিলিগুড়ি–রংটং রুটে বিশেষ টয়ট্রেন চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। রবিবার দুপুরে শিলিগুড়ি জংশন থেকে প্রথম যাত্রা করল এই বিশেষ ট্রেন। যদিও উদ্বোধনী যাত্রায় ছিলেন কেবলমাত্র আমন্ত্রিত অতিথিরা, আগামী সপ্তাহ থেকে সাধারণ যাত্রীদের জন্যও খুলে যাবে এই ঐতিহ্যবাহী ভ্রমণের দুয়ার।
advertisement
advertisement
advertisement
*শুধু রংটং নয়, শনিবার থেকে চালু হয়েছে দার্জিলিং–ঘুম স্টিম স্পেশ্যাল (সকাল ৯টা ৩০) এবং কার্শিয়াং–মহানদী–কার্শিয়াং সানসেট স্পেশ্যাল (বিকেল ৩টা ৩০), ভাড়া রাখা হয়েছে মাত্র ৫০০ টাকা। রবিবার থেকে শুরু হয়েছে কার্শিয়াং–মহানদী–কার্শিয়াং সানরাইজ স্পেশাল (সকাল ৭টা ১৫) এবং কার্শিয়াং-দার্জিলিং বিশেষ ট্রেন (দুপুর ১২টা)।
advertisement
advertisement









